নয়াদিল্লি: প্রায় ২ বছর জাতীয় দলের বাইরে ছিলেন। এরপর কিছুদিন আগেই অবসর নিয়েছেন ক্রিকেট থেকে। আর অবসর নেওয়ার পর থেকে বিভিন্ন ইস্যুতে মাঝে মাঝেই নানা মন্তব্য করেছেন। এবার শুভমন গিলকে নিয়ে একটি বড় মন্তব্য করলেন প্রাক্তন এই বাঁহাতি ভারতীয় ওপেনার। নিজে জাতীয় দলের জার্সিতে ওপেনে নেমে মারকুটে ব্যাটিংয়ের জন্য বিখ্যাত ছিলেন ধবন। কিন্তু তিনি নিজেকেও রাখেননি দলে।


এক সাক্ষাৎকার ভাইরাল হয়েছে ধবনের। সেখানে সঞ্চালক তাঁকে প্রশ্ন করছেন যে, ''যদি আপনি নিজে একজন নির্বাচক হন, তবে শিখর ধবনকে কতদিন সুযোগ দিতেন?'' এই প্রশ্নের উত্তরে হাসিমুখে দিল্লির প্রাক্তন ক্রিকেটার বলেন, ''প্রশ্নটা খুব কঠিন। তবে আমি যদি নিজে নির্বাচক হতাম। তবে আমি নিজের আগে শুভমনকে রাখতাম। আমার মনে হয় শুভমন সম্প্রতি সব ফর্ম্যাটেই দুর্দান্ত পারফর্ম করছে। যদি আরও অনেক বেশি ম্য়াচ খেলত শুভমন, তবে আমি নির্বাচক থাকলে ওকেই সুযোগ দিতাম।''






উল্লেখ্য, ২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শিখর ধবনের। দিল্লির ছেলে ধবন আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের জার্সিতে প্রায় আড়াইশোর বেশি ম্য়াচ খেলেছেন। মোট ১০,৮৬৭ রান ঝুলিতে পুরেছেন বাঁহাতি তারকা ওপেনার। ধবনের ব্যাট ভারতের জার্সিতে বারবার জ্বলে উঠেছে আইসিসি টুর্নামেন্টে। চ্যাম্পিয়ন্স ট্রফি হোক, বিশ্বকাপ হোক বা টি-টোয়েন্টি বিশ্বকাপ সবেতেই ভারতের ত্রাতা হয়ে উঠেছেন বারবার ধবন। ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন ধবন। মোট ৩৬৩ রান করেছিলেন তিনি। ২০১৫ সালে অস্ট্রেলিয়ার মাটিতে আয়োজিত হওয়া ওয়ান ডে বিশ্বকাপে ৮ ম্য়াচে মোট ৪১২ রান করেছিলেন বাঁহাতি ওপেনার। সেই টুর্নামেন্টেও ভারতের হয়ে সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন ধবন। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চেও ৩৩৮ রান করেছিলেন ধবন। 


২০০৮ সালে আইপিএলে দিল্লি ফ্র্যাঞ্চাইজির হয়ে অভিষেক। বর্তমানে পাঞ্জাব কিংসের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ৩৯ বছরের তারকা ক্রিকেটার। শিখর ধবন আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস, ডেকান চার্জার্স, সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন।