ওয়েলিংটন: নিউজিল্যান্ড ক্রিকেট দলে কি বড় রদবদলের সম্ভাবনা? অন্তত তেমনটাই বলা যেতে পারে। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছে দল। আর এরপরই নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের একটা বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন কেন উইলিয়ামসন। ব্ল্যাক ক্যাপসদের অধিনায়ক হিসেবে আর দেখা যাবে না কেন উইলিয়ামসনকে। নিজের সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তায় কেন জানান, ''নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলানো আমার কাছে গর্বের। ৮ বছর পর এবার সময় এসেছে এই দায়িত্ব অন্য কারও হাতে তুলে দেওয়ার। কিন্তু দুর্দান্ত একটা দলের সঙ্গে আমি দুর্দান্ত কয়েকটা বছর অধিনায়ক হিসেবে কাটালাম। আগামীতে দলের সঙ্গে মাঠে নামার জন্য।''


টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের ভরাডুবির পরই উইলিয়ামসন জানিয়ে দিয়েছিলেন যে সাদা বলের ফর্ম্য়াটে জাতীয় দলের অধিনায়কত্ব ছাড়ছেন তিনি। লাল বলের ফর্ম্য়াটে অবশ্য আগেই নেতৃত্বভার ছেড়ে দিয়েছিলেন কেন। এমনকী টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের বাজে পারফরম্য়ান্সের পর কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন উইলিয়ামসন। তবে দেশের হয়ে খেলাকেই প্রাধান্য দেবেন বলে জানিয়েছেন কেন। নিউজিল্যান্ডের হয়ে ৮টি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে মাঠে নামবেন বলেও জানিয়েছেন উইলিয়ামসন। 


 






উল্লেখ্য, পাপুয়া নিউ গিনি ম্য়াচের পর দেশের জার্সিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন ট্রেন্ট বোল্ট। তিনিও নিজেকে বোর্ডের চুক্তির আওতার বাইরে রেখেছিলেন। এবার কেনও সেই পথেই পা বাড়ালেন। 


বোর্ডের চুক্তির বাইরে চলে যাওয়ায় দেশের জার্সিতে আগামীতে আর কতগুলো ম্য়াচে খেলতে দেখা যাবে কেনকে, তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। নিজে পরিবারকে সময় দিতে চেয়েছিলেন কেন। এছাড়াও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে চেয়েছিলেন বেশি করে। এই বিষয়ে কেন বলেছিলেন, ''ক্রিকেটের বাইরে আমার একটা জীবন রয়েছে। আমার পরিবারের সঙ্গে এখন আরও বেশি করে সময় কাটানো ও দেশে ও বিদেশে অন্য়ান্য বিষয়ের সঙ্গে সময় কাটানো ও অভিজ্ঞতা সঞ্চয় করাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। তাই কিছু সিদ্ধান্ত নিতেই হত।''


উল্লেখ্য, আইপিএলে গুজরাত টাইটান্সের সদস্য কেন উইলিয়ামসন। কিন্তু চোট আঘাত ও খারাপ ফর্মের জন্য শেষ ২ বছরে সেভাবে মাঠে নামতে পারেননি তিনি।