নয়াদিল্লি: সালটা ২০০৪। ভারত বনাম পাকিস্তান (IND vs PAK) মুলতান টেস্ট। সেই ম্য়াচের একটি ঘটনা আজও সবার মনে টাটকা। ১৯৪ রানে অপরাজিত থেকে ব্যাটিং করছিলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। সেই ম্য়াচে চোটের জন্য খেলতে পারেননি তৎকালিন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তাঁর বদলে অধিনায়ক ছিলেন রাহুল দ্রাবিড়। সেদিন সচিন যখন ১৯৪ রানে অপরাজিত ছিলেন সচিন। তখনই দ্রাবিড় ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছিলেন। সেই সিদ্ধান্ত নিয়ে অনেকেই চমকে গিয়েছিলেন সেদিন। কেন দ্বিতশতরানের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা সচিনকে আর ব্যাট করার সুযোগ দিলেন না দ্রাবিড়, তা নিয়েও প্রশ্ন উঠেছিল। এবার সেই সময়ই ভারতীয় দলের আরেক সদস্য সচিনকে নিয়ে একটি মন্তব্য করলেন।


সেই সিরিজে ভারতীয় দলের সদস্য ছিলেন তরুণ আকাশ চোপড়া। যিনি ভারতীয় দলে সেই সময় তরুণ মুখ ছিলেন। এবার সেদিনের ঘটনা নিয়ে কথা বলতে গিয়ে তরুণ ভারতীয় ওপেনার বলেন, ''আমি সেই সময় ড্রেসিংরুমে ছিলাম। কিন্তু সত্যি বলতে আমি একেবারেই চাইনি যে কারও কথার মাঝে ঢুকতে। কারণ আমি অত্যন্ত ছোট ছিলাম বাকিদের তুলনায় সেই সময়। কিন্তু আমি সচিন পাজিকে সেদিন দেখেছিলাম। একেবারেই খুশি ছিলেন না তিনি সেদিনের সিদ্ধান্তে। আমি হয়ত প্রথমবার ওঁকে এমন অখুশি দেখেছিলাম।''


এরপরই চোপড়া আরও বলেন, ''অবশ্যই রাহুল দ্রাবিড়ের সিদ্ধান্ত ছিল। কিন্তু সেদিন সৌরভ গঙ্গোপাধ্যায়ও ছিলেন ড্রেসিংরুমে। আমার মনে হয় টিমের থিঙ্কট্যাঙ্কের সিদ্ধান্ত ছিল পুরোটাই। অধিনায়ক হিসেবে শুধু রাহুলের সিদ্ধান্ত না বলেই মনে হয় আমার।''


সেই ম্য়াচেই বীরেন্দ্র সহবাগের ব্যাট থেকে এসেছিল ৩০৯ রান। এরপরই সচিনও ব্যক্তিগত দ্বিশতরানের মুখে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁর যখন ব্যক্তিগত ১৯৪ রান, তখনই ইনিংসে ডিক্লেয়ার করে দেওয়া হয়। দ্রাবিড় যখন ইনিংস ডিক্লেয়ার করে দেন, তখন ৫ উইকেট হারিয়ে ৬৭৫ রান বোর্ডে তুলে নিয়েছিল ভারত। 


সেদিন বীরেন্দ্র সহবাগ নিজের টেস্ট কেরিয়ারে প্রথম ত্রিশতরান হাঁকিয়েছিলেন মুলতানেই। সেই ম্য়াচে ছক্কা হাঁকিয়ে নিজের ত্রিশতরানের ইনিংস খেলেছিলেন। কিন্তু এরপরও সচিনের ১৯৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়ার সিদ্ধান্ত অনেকেই মেনে নিতে পারেননি। এরপর সচিনের সমর্থনে অনেক মিডিয়াতেই অনেক বক্তব্য রাখছিলেন। 


আরও পড়ুন: 'আজ কি রাত....' তমন্না ভাটিয়ায় মুগ্ধ প্যারালিম্পিক্সে সোনাজয়ী নভদীপ সিংহ