দুবাই: মহিলা বিশ্বকাপের জন্য রেকর্ড পুরস্কারমূল্য ঘোষণা করা হল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফে সোমবার জানিয়ে দেওয়া হল এই বিষয়ে। গত বার ২০২২ সালে নিউজিল্যান্ডের মাটিতে যে মহিলা বিশ্বকাপের আয়োজন হয়েছিল। সেখানে পুরস্কারমূল্য ছিল প্রায় ৩০ কোটি টকা। কিন্তু এবার ভারতের মাটিতে যে মহিলা ওয়ান ডে বিশ্বকাপ বসতে চলেছে, সেখানে প্রায় ২৯৭ শতাংশ বেড়েছে পুরস্কারমূল্য। মোট ১২২ কোটি ৫৮ লক্ষ টাকা পুরস্কারমূল্য এবার। উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে এই বিশ্বকাপের আসর।
২০২২ ওয়ান ডে বিশ্বকাপের জন্য মোট পুরস্কারমূল্য ছিল ৪২ কোটি টাকা। কিন্তু এবার তা তিনগুণ বেড়েছে। ৩৯ কোটি টাকা পাবে বিশ্বকাপের চ্যাম্পিয়ন শিবির। অন্য়দিকে রানার্স আপ দল পাবে ১৯ কোটি ৭৮ লক্ষ টাকা। গতবারের থেকে মোট ২৭৩ শতাংশ বেশি টাকা এবারের পুরস্কারমূল্য। সেমিফাইনালের চারটি দলের জন্য প্রত্যেকে ৯ কোটি ৮৮ লক্ষ টাকা করে পাবে। এছাড়া পঞ্চম ও ষষ্ঠ স্থানে শেষ করবে যে দুটো দল, তারা ৬ কোটি ১৮ লক্ষ টাকা করে পাবে।
যে চার দল মহিলাদের বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে তারা প্রত্যেকে ৯ কোটি ৮৮ লক্ষ টাকা করে পাবে। গত বারের থেকে তা ২৭২ শতাংশ বেড়েছে। পঞ্চম ও ষষ্ঠ স্থানে শেষ করা দল ৬ কোটি ১৮ লক্ষ টাকা করে পাবে। সপ্তম ও অষ্টম স্থানে যে দুই দল শেষ করবে তারা ২ কোটি ৪৭ লক্ষ টাকা করে পাবে।
আইসিসি চেয়ারম্য়ান জয় শাহ জানিয়েছেন, ''মহিলা ক্রিকেটের দুর্দান্ত সফর চলছে। পুরুষদের সঙ্গে মহিলা ক্রিকেট দলও দারুণ পারফর্ম করেছে সাম্প্রতিক সময়ে। মহিলা ক্রিকেটের উন্নতিই আমাদের একমাত্রা লক্ষ্য।'' কিংবদন্তি ভারতীয় মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামী আইসিসির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
উল্লেখ্য, আগামী মহিলা ওয়ান ডে বিশ্বকাপে পাকিস্তান যদিও ভারতের মাটিতে কোনও ম্য়াচ খেলবে না। দু দেশের সাম্প্রতিক, রাজনৈতিক প্রেক্ষাপটের জন্য পিসিবি ভারতে দল পাঠাতে চায়নি। তাই তাঁরা তাঁদের ম্য়াচগুলো খেলবে নিরপক্ষে ভেন্যু শ্রীলঙ্কায়। রাউন্ড রবিন ফরম্যাটে আটটি দলের প্রত্যেকে প্রত্যেকের বিরুদ্ধে খেলবে। এরপর পয়েন্টের বিচারে চারটি দল সেমিফাইনাল খেলবেন।
ভারতীয় মহিলা ক্রিকেট দল নিজেদের ঘরের মাঠে এবার বিশ্বকাপ জিততে পারে কি না তা দেখার। ২০১১ সালে শেষবার ঘরের মাঠে চ্যাম্পিয়ন হয়েছিল পুরুষদের ওয়ান ডে বিশ্বকাপে ভারতীয় দল।