দুবাই: এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy) ভারতের ম্যাচগুলি কোথায় আয়োজিত হবে, রূপরেখা তৈরি করে ফেলেছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি।
সব কিছু ঠিকঠাক চললে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলি আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরাশাহির দুবাইয়ে। ভারত সেমিফাইনালে উঠলে একটি সেমিফাইনাল ও ফাইনালে উঠলে সেই ম্যাচও দুবাইয়ে আয়োজিত হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে, শনিবার রাতে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি এবং সংযুক্ত আরব আমিরশাহির ক্রিকেট সংস্থার প্রধান শেখ নাহিয়ান আল মুবারকের মধ্যে বৈঠকের পর দুবাইকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে।
শোনা যাচ্ছে, শেখ নাহিয়ান বর্তমানে সিন্ধের ঘোটকি অঞ্চলে ছুটি কাটাচ্ছেন। অন্য দিকে, নকভি শুধু পিসিবি প্রধান নন, তিনি পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রীও। শোনা যাচ্ছে, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, পাকিস্তান আয়োজিত এই মেগা ইভেন্টের জন্য লজিস্টিক ও প্রশাসনিক বিষয়টি দেখবেন ও সিদ্ধান্ত নেবেন নকভিই।
বৃহস্পতিবারই চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে অচলাবস্থা অনেকটাই কেটে যায় কারণ, আইসিসি ঘোষণা করে যে, ভারত তাদের ম্যাচগুলি আয়োজক দেশ পাকিস্তানের পরিবর্তে একটি নিরপেক্ষ ভেন্যুতে খেলবে। ২০২৭ সাল পর্যন্ত ভারতের মাটিতে অনুষ্ঠিত টুর্নামেন্টগুলির ক্ষেত্রেও একই রকম ব্যবস্থা থাকবে। অর্থাৎ পাকিস্তান তাদের ম্যাচ খেলবে নিরপেক্ষ কেন্দ্রে।
এবার আইসিসি টুর্নামেন্টের চূড়ান্ত সময়সূচি ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। সূত্রের খবর, পাকিস্তানে ৯ থেকে ১০টি ম্যাচ আয়োজিত হবে। যদি ভারত ফাইনালের জন্য যোগ্যতা অর্জন না করে তবে ফাইনালটি হবে লাহৌরে। ভারত ফাইনালে উঠলে খেলা হবে দুবাইয়ে।
এই হাইব্রিড মডেল ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়াও ভারতে আগামী বছরের মহিলা ক্রিকেট বিশ্বকাপ এবং ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও মেনে চলা হবে।
নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে পরের বছর ফেব্রুয়ারি-মার্চ মাসে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত পাকিস্তানে যেতে চায়নি। ২০০৮ সালে মুম্বইয়ে সন্ত্রাস হানায় দেড়শোজন নিহত হওয়ার পর থেকে ভারতীয় ক্রিকেট দল আর পাকিস্তানে খেলেনি। দুই দেশের সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজটি হয়েছিল ১২ বছর আগে, ২০১২ সালে।
আরও পড়ুন: ক্রিকেট মাঠে চক দে ইন্ডিয়া! দ্রাবিড়ের নেতৃত্বে খেলেছেন, ট্রফির হ্যাটট্রিকে নবজাগরণ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।