দুবাই: ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে (ODI World Cup 2023) খেলেছিলেন। সেই ম্য়াচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে যেতে হয়েছিল ভারতকে। সেই দলের সদস্য ছিলেন তিনি। ফের একটা আইসিসি ওয়ান ডে টুর্নামেন্টের ফাইনাল। এবার বিশ্বকাপ নয়, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। সামনে কিউয়িরা। কিন্তু এবার আর আগের ভুল করতে চান না শুভমন গিল। ফাইনালের বাড়তি চাপ না নিয়ে শুধুমাত্র একটা সাধারণ ম্য়াচ হিসেবেই রবিবারের ম্য়াচটি দেখতে চান ডানহাতি ভারতীয় ব্যাটার। কিউয়ি মহারণের আগে আর কী বললেন এই তরুণ?

ম্য়াচের আগের দিন সাংবাদিক বৈঠকে এসেছিলেন শুভমন গিল। সেখানে প্রশ্ন করা হয়েছিল ২০২৩ বিশ্বকাপ ফাইনাল সম্পর্কেও। গিল বলেন, ''বড় ম্য়াচের আলাদা একটা চাপ থাকেই। আর সেই চাপ কাটিয়ে পারফর্ম করতে পারলেই চ্যাম্পিয়ন হওয়া যায়। অতীতে আমরা ওয়েস্ট ইন্ডিজ় বা অস্ট্রেলিয়াকে সেটা করতে দেখেছি। জানি বলা যত সহজ, করা তত নয়। কিন্তু আমরা ফাইনাল ভেবে খেলতে চাই না। বিরাট ভাইয়ের মতই ঠাণ্ডা মাথায় ম্য়াচ খেলতে চাই। জয় ছিনিয়ে নেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য হবে। ২০২৩ বিশ্বকাপ ফাইনালে বাড়তি চাপ নিয়ে যে ভুল করেছিলাম। সেই ভুল আর করতে চাই না।''

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন। সেই অভিজ্ঞতা কাজে লাগবে বলেই মনে করেন গিল। তিনি বলেন, ''টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলেছি। সেবারও প্রত্যাশার চাপ ছিল। সেই চাপ কাটিয়ে খেতাব জিতেছিলাম আমরা। আশা করি সেই অভিজ্ঞতা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও কাজে আসবে।'' রোহিত শর্মা ও বিরাট কোহলির থেকে প্রতিদিন অনেক কিছু শেখেন, এমনটাই জানালেন তরুণ ওপেনার। গিল বলছেন, ''রোহিত ভাই বিশ্বের অন্যতম সেরা ওপেনার সাদা বলের ফর্ম্য়াটে। আর বিরাট ভাই তো এই ফর্ম্য়াটে সেরা ব্যাটার। ওঁদের থেকে প্রতিদিনই আমি নতুন নতুন অনেক কিছু শিখতে পারি।''
 
চলতি টুর্নামেন্টে গিলকে সহ অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে। রোহিতের ডেপুটি হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। কেমন অনুভূতি? গিল বলছেন, "আমি বোলারদের সঙ্গে কথা বলি সবসময়। চেষ্টা করি যাতে ওঁদের মনোবল কখনও ভেঙে না পরে। রোহিত ভাইয়ের সঙ্গে কথা বলি। ক্যাপ্টেন্সির বিষয়ে অনেক অভিজ্ঞ ওঁ। তাই শেখার অনেক কিছুই আছে। তবে চেষ্টা করি প্লেয়াররা যাতে খারাপ সময়ও ভেঙে না পরে, সেদিকটা দেখার।''