মুম্বই: আর দিনকয়েক বাকি, তারপরেই ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy 2025) মহারণ। ভারতীয় দল (Indian Cricket Team) ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুর করবে। তার আগে সংযুক্ত আরব আমিরশাহির উদ্দেশে উড়ে গেল ভারতীয় তারকাদের একাংশ।
ছত্রপতি শিভাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতীয় দলের তারকা ও সাপোর্ট স্টাফেদের একাংশ মরুদেশের উদ্দেশে আজই উড়ে গেল।রবীন্দ্র জাডেজা, কেএল রাহুল, ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দরদের পাশাপাশি অধিনায়ক রোহিত শর্মাও সেই তালিকায় ছিলেন। হার্দিক পাণ্ড্য দলের সঙ্গে সবার শেষে যোগ দেন। ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীরকেও দলের সাপোর্ট স্টাফদের পাশেই দেখা যায়।
গত আইসিসি ইভেন্টে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এই টুর্নামেন্টেও দাপট অব্যাহত রাখার লক্ষ্যেই নামবে ভারত। আর সেই লক্ষ্যে দুই মহাতারকা বিরাট কোহলি ও রোহিত শর্মা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছেন, তা বলার জো রাখে না। এই দুই তারকার চ্যাম্পিয়ন্স ট্রফিতে রেকর্ডও বেশ ভাল। কী বলছে তাঁদের পরিসংখ্যান?
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট কোহলির রেকর্ড অনবদ্য। মেগা টুর্নামেন্টে ১৩টি ম্যাচ খেলেছেন তিনি। এর মধ্য়ে ১২টি ইনিংসে ব্যাট করে ৮৮.১৬ গড়ে মোট ৫২৯ রান করেছেন কোহলি। তাঁর স্ট্রাইক রেট ৯২.৩২। ছয়টি ইনিংসে তিনি নট আউট ছিলেন। একবার খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন। পাকিস্তানের বিরুদ্ধে 'কিং কোহলি' এই টুর্নামেন্টে চার ইনিংসে ৬২-র গড়ে মোট ১২৪ রান করেছেন। তবে টুর্নামেন্টে মোট পাঁচবার হাফসেঞ্চুরির গণ্ডি পার করলেও বিরাট এখনও অবধি সেঞ্চুরি হাঁকাতে ব্যর্থ হয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর সর্বোচ্চ স্কোর ৯৬ নট আউট। এবারে সম্ভবত নিজের শেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই অধরা সেঞ্চুরি করার জন্য মরিয়া হয়ে মাঠে নামবেন বিরাট।
অপরদিকে, ভারতীয় দলের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা তুলনামূলক কম ম্য়াচ খেলছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১০ ম্যাচ খেলে 'হিটম্যান' ৫৩.৪৪ গড় ও ৮২.৫০ স্ট্রাইক রেটে মোট ৪৮১ রান করেছেন। একটি ইনিংসে রোহিত নট আউট থেকেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু রোহিতের দুরন্ত ১২৩ রানের ইনিংসও খেলেছেন রোহিত। প্রথম ম্যাচে ওপার বাংলার দলের বিরুদ্ধেই নামবে ভারত। সেই ম্যাচেও এমনই এক ইনিংসের আশায় থাকবেন ভারতীয় অনুরাগীরা। তবে পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতের রেকর্ড খুব একটা আহামরি নয়। তিনি চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে ৩৬.৩৩ গড়ে তিন ইনিংসে মোট ১০৯ রান করেছেন।
আরও পড়ুন: ইডেনে ঐতিহাসিক শতরান দিয়েছিল পরিচিতি, আরিসিবির নতুন অধিনায়ক রজত পাতিদারকে চিনে নিন