নয়াদিল্লি: দীর্ঘদিনের অপেক্ষা ছিল। আজ যে সেই অপেক্ষার অবসান ঘটবে তা আগেভাগেই জানা ছিল। সেই অপেক্ষার অবসান ঘটল। ধুমধাম করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) নিজেদের নতুন অধিনায়কের নাম ঘোষণা করে। বিরাট কোহলি পুনরায় অধিনায়কের আসন ফিরে পাবেন তাঁর অনুরাগীদের অনেকেই আশা করেছিলেন। তবে সেই আশা পূরণ হয়নি। আরসিবির নতুন অধিনায়ক হিসাবে রজত পাতিদারের (Rajat Patidar) নাম ঘোষণা করা হয়েছে। 


রজত পাতিদার, আরসিবির ডিরেক্টর অফ ক্রিকেট মো বাবাট ও প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের উপস্থিতিতেই বেঙ্গালুরুতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রজত পাতিদারকে দলের নতুন অধিনায়ক হিসাবে ঘোষণা করা হয়। এই মরশুমের আগে রজত আইপিএলে কোনওদিন অধিনায়কত্ব করেননি। তবে নিজের রাজ্য দল মধ্যপ্রদেশের হয়ে অধিনায়কত্ব করেছেন। এ মরশুমেও বিজয় হাজারে ট্রফি ও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন। এবার আরসিবির ব্যাটন উঠল তাঁর হাতে। 


প্রাথমিকভাবে তাঁকে নিলামে কোনও দল না কিনলেও মাঝমরশুমে ইনজুরি রিপ্লেসমেন্ট হিসাবে দলে সুযোগ পান। আরসিবির হয়ে এলিমিনেটরে ইডেনে ১১২ রানের ইনিংস তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়। তারপর থেকে আর ঘুরে তাকাতে হয়নি রজতকে। ২৮টি আইপিএল ম্যাচে ১৫৮ত৫৫ স্ট্রাইক রেটে ইতিমধ্যেই তিনি আরসিবির ৭৯৯ রান করে ফেলেছেন। এবারের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৬১.১৪ গড়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪২৮ রান করেছেন। স্ট্রাইক রেট ১৮৬.০৮। 


নিঃসন্দেহে তাঁর থেকে এহেন আগুন ফর্মের এক দুরন্ত মরশুমের আশাতেই থাকবেন আরসিবির অনুরাগীরা। দলের নতুন অধিনায়ককে কিন্তু ইতিমধ্যেই শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন বিরাট কোহলি। আরসিবির পোস্ট করা একটি ভিডিওতে কোহলিকে বলতে শোনা যায়, 'রজত প্রথমত তোমায় অনেক অনেক অভিনন্দন। অনেক শুভেচ্ছা। তুমি এই ফ্র্যাঞ্চাইজিতে যেভাবে নিজের জায়গা করে নিয়েছে এবং যেভাবে পারফর্ম করেছ, তার জন্য ধন্যবাদ। গোটা দেশজুড়ে আরসিবি সমর্থকদের মনে তুমি জায়গা করে নিয়েছ। তাই যোগ্য মানুষ হিসাবেই তোমার হাতে এই দায়িত্বটা উঠেছে।'


'আমি এবং দলের বাকিরা সকলেই তোমার সঙ্গে থাকব। এই ভূমিকায় যাতে তোমার কোনওরকম অসুবিধা না হয়, তার জন্য যতটা সমর্থন প্রয়োজন, আমাদের সকলের তরফে সেই সমর্থনটা তুমি পাবে।' আরও যোগ করেন প্রাক্তন আরসিবি অধিনায়ক কোহলি


আরও পড়ুন: পন্থের প্রাণ বাঁচানো সেই রজত নিজে কেন নিলেন প্রাণঘাতী সিদ্ধান্ত !