মেলবোর্ন: আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy 2025) খেতাব জেতার ফেভারিটদের মধ্যে অস্ট্রেলিয়ান দল (Australian Cricket Team) তো আছেই। বিশ্বচ্যাম্পিয়ন দল বলে কথা। তবে সময় যত এগোচ্ছে অস্ট্রেলিয়ার সমস্যা ততই বাড়ছে। দলের অধিনায়ক প্যাট কামিন্স, তারকা ফাস্ট বোলার জশ হ্যাজেলউডও নেই। এবার ফাস্ট বোলিং ত্রয়ীর আরেকজন মিচেল স্টার্কও (Mitchell Starc) টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালেন।
অস্ট্রেলিয়ার হয় আইসিসি টুর্নামেন্টে সফলতম বোলারের (১০৩ উইকেট) নাম মিচেল স্টার্ক। তিনিও টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালেন। ১১ ফেব্রুয়ারি আট দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার শেষ দিন ছিল। একেবারে শেষবেলায় স্টার্ক মেগা টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। ব্যক্তিগত কারণে বাঁ-হাতি ফাস্ট বোলার টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালেন। ঠিক কী কারণে স্টার্ক সরে দাঁড়িয়েছেন, সেই বিষয়ে অজ়ি ম্যানেজমেন্ট স্পষ্টভাবে কোনও ব্যাখা দেয়নি। তবে নির্বাচকপ্রধান জর্জ বেইলি জানিয়ে দেন যে গোটা অস্ট্রেলিয়ান দলই স্টার্কের সিদ্ধান্তকে সমর্থন ও সম্মান জানাচ্ছে।
বেইলি বলেন, 'আমরা মিচের সিদ্ধান্তকে সমর্থন করছি। আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে মিচের দায়বদ্ধতা প্রশ্নাতীত। ওঁ ব্যথা বেদনা থেকে বিভিন্ন প্রতিকূলতা সামলে খেলার ইচ্ছাকে কুর্নিশ জানাতেই হবে। ওঁর না থাকাটা নিঃসন্দেহেই আমাদের দলের জন্য বড় ধাক্কা। তবে একই সময়ে এটা অন্য কারুর জন্য একটা সুযোগও বটে।'
অজ়িদের ১৫ জনের দলে না তারকা ফাস্ট বোলিং ত্রয়ী রয়েছেন, না তারকা অলরাউন্ডার মিচেল মার্শ আছেন। আরেক অলরাউন্ডার মার্কাস স্টোইনিসও সকলকে চমকে দিয়ে অবসর ঘোষণা করেছেন। ফলে বিশ্বচ্যাম্পিয়ন দলের থেকে বেশ খানিকটা ভিন্ন দল নিয়ে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামবেন অজ়িরা। কামিন্সের অনুপস্থিতিতে ফের একবার বড় টুর্নামেন্টে অজ়িদের হয়ে নেতৃত্বের দায়ভার সামলাবেন স্টিভ স্মিথ। এছাড়া অস্ট্রেলিয়ার ১৫ জনের দলে জেমস ফ্রেজ়ার-ম্যাগার্ক, জেসন সাঙ্গা, শন অ্যাবোট, কেকেআরের স্পেনসার জনসন ও বেন ডায়স্যুইসকে রাখা হয়েছে।
অস্ট্রেলিয়া দল চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচ খেলে নিজেদের প্রস্তুতি চালিয়ে যাবে। ২২ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে অজ়ি দল।
আরও পড়ুন: জাতীয় অ্যাকাডেমি থেকে ফিট সার্টিফিকেট পেয়েও চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ বুমরা?