নয়াদিল্লি: ১১ ফেব্রুয়ারি, মঙ্গলবারই আট দলের চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করার শেষ দিন ছিল। সবারই নজর ছিল ভারতীয় দলের দিকে। কারণটা অবশ্যই যশপ্রীত বুমরার (Jasprit Bumrah)। শেষমেশ হতাশজনকভাবে তারকা ফাস্ট বোলারকে ছাড়াই মেগা টুর্নামেন্টের দল ঘোষণা করতে হল ভারতীয় নির্বাচকদের।
তবে সরকারি ঘোষণার ঠিক আছে পিটিআইয়ের তরফে একটি রিপোর্ট পাবলিশ করা হয় যেখানে দাবি করা হয় বুমরাকে ফিট সার্টিফিকেট দিয়ে দিয়েছে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি। বুমরা কোমরের চোট সারাতে বেশ কয়েকদিন ধরেই এনসিএ-তে নিজের পুনর্বাসন সারছিলেন। সেখানকার মেডিক্যাল দল বুমরাকে ফিট সার্টিফিকেট দিলেও, শেষ সিদ্ধান্ত নির্বাচকদের ওপরেই ছেড়ে দেন ডাক্তাররা। তাহলে কেন বাদ পড়লেন বুমরা? কী সমস্যা হল?
এনসিএ-র তরফে কোনও ক্রিকেটারকে ফিট সার্টিফিকেট দেওয়া হয় দুইটি স্তরের ভিত্তিতে। বুমরা স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ রজনীকান্ত ও ফিজিও তুলসীর তত্ত্বাবধানে নিজের রিহ্যাব সম্পূর্ণ করেন বলে উক্ত রিপোর্টেই দাবি করা হয়েছে। তিনি মেডিক্যালি তো ফিট তবে সন্দেহ রয়েছে তাঁর ম্যাচ ফিটনেসকে ঘিরে। তাই শেষ সিদ্ধান্তটা সম্পূর্ণভাবেই নির্বাচকদের ওপর ছেড়ে দেওয়া হয়।
আজ আমদাবাদ ভারত বনাম ইংল্যান্ডের ততৃীয় ওয়ান ডে ম্যাচ। তার আগেই ভারতীয় নির্বাচকপ্রধান অজিত আগরকর নাকি সেখানে পৌঁছ অধিনায়ক রোহিত শর্মা ও প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে কথোপকথনের পরেই বুমরাকে দল থেকে বাদ দেওয়া হয়। বিসিসিআইয়ের তরফে বুমরার বদলিও সঙ্গে সঙ্গেই ঘোষণা করে দেওয়া হয়। ইংল্য়ান্ডের বিরুদ্ধে খেলা হর্ষিত রানাকেই দলে নেওয়া হয়।
বুমরার মতো ম্যাচ উইনার যে কোনও দলেরই সম্পদ। ভারতীয় দলে তাঁর না থাকা যে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার জন্য বিরাট বড় ধাক্কা হতে চলেছে, তা কিন্তু বলাই বাহুল্য। দলের তারকা বোলারকে ছাড়া ভারত আসন্ন মেগা টুর্নামেন্টে সাফল্য পায় কি না, এবার সেটাই দেখার।
আরও পড়ুন: 'অনন্যা পাণ্ডে...' নিজের ভাইরাল সার্চ হিস্ট্রি নিয়ে অবশেষে মুখ খুললেন রিয়ান পরাগ