রাওয়ালপিন্ডি: নিউজ়িল্যান্ড ও ভারত, নাগাড়ে দুই ম্যাচ জেতায় আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল পাকিস্তান ও বাংলাদেশ (Pakistan vs Bangladesh)। বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি দুই দলই নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হয়েছিল। টুর্নামেন্ট থেকে অন্তত সম্পূর্ণ খালি হাতে যাতে ফিরতে না হয়, সেই লক্ষ্যেই ছিল দুই দল। পয়েন্ট এল বটে, তবে জয় এল না। বৃষ্টিতে পাকিস্তান ও বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) ম্যাচ সম্পূর্ণই ভেস্তে গেল। এক বলও খেলা সম্ভব হল না।
গত বারের চ্যাম্পিয়ন পাকিস্তানের ঘরের মাঠে ২৯ বছর পর টুর্নামেন্টে ভাল কিছু করার আশায় ছিল পাকিস্তান। কিন্তু মহম্মদ রিজওয়ান, বাবর আজমরা চূড়ান্ত হতাশাজনকভাবে নিজেদের টুর্নামেন্ট শেষ করল। কোনও ম্যাচই জিততে পারল না আয়োজক দেশ। বাংলাদেশের ক্ষেত্রে গর্জনই সার। দুই ম্যাচে হার ও একটি অমীমাংসিত ম্যাচ থেকে এক পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করল টাইগাররা।
এই ম্যাচ অবশ্য প্রথম নয়, দিন দু'য়েক আগে এই একই মাঠে আরও একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। সেই ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচেও কোনও বল গড়ায়নি। সম্পূর্ণভাবেই ভেস্তে গিয়েছিল ম্যাচ।
অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা, উভয় দলই চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy 2025) নিজেদের প্রথম ম্যাচে যথাক্রমে ইংল্যান্ড ও আফগানিস্তানকে হারিয়ে এই ম্যাচে মাঠে নামতে চলেছিল। এই ম্যাচে যে দল জয়ী হত, গ্রুপ 'বি' থেকে তাঁরা প্রথম দল হিসাবে সেমিফাইনালে পৌঁছে যাওয়ার পথে এক পা বাড়িয়েই রাখতে পারত। তবে এক পয়েন্ট করে ভাগ করে দেওয়ায় দুই দলের দখলেই বর্তমানে তিন পয়েন্ট রয়েছে। তবে নেট রান রেটের বিচারে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
আফগানিস্তানের বিরুদ্ধে ১০৭ রানে জয়ের সুবাদে +২.১৪০ নেট রান রেট রয়েছে দক্ষিণ আফ্রিকার। অস্ট্রেলিয়ার নেট রান রেট +০.৪৭৫। বর্তমান পরিস্থিতিতে কিন্তু প্রোটিয়ারাই সেমিফাইনালে পৌঁছনোর দৌড়ে এগিয়ে। অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তানের ম্যাচের ওপরেই কিন্তু এই গ্রুপ থেকে কে পরের রাউন্ডে পৌঁছবে, তা নির্ভরশীল। ম্যাচে আফগানিস্তানের জয় তাঁদের নাগাড়ে দ্বিতীয় আইসিসি টুর্নামেন্টের শেষ চারে জায়গা করে দেবে, আর অজ়িরা জিতলে, ফের একবার বিশ্বচ্যাম্পিয়নরা আরও এক আইসিসি ট্রফি জয়ের লক্ষ্যে আরও একধাপ এগিয়ে যাবে।
আরও পড়ুন: ইব্রাহিমের ঐতিহাসিক শতরানের পর ওমরাজ়াইয়ের ৫ উইকেট, ইংল্যান্ডকে হারাল আফগানিস্তান