নয়াদিল্লি: পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের খেলতে যাওয়া নিয়ে কি কোনও আশার আলো তৈরি হল?          


২০০৮ সালের পর থেকে আর পাকিস্তানে খেলতে যায়নি ভারত। সেবার এশিয়া কাপ খেলতে শেষবার পাক ভূখণ্ডে গিয়েছিল টিম ইন্ডিয়া। ২০১২-১৩ সালে শেষবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল। সেবার সীমিত ওভারের ক্রিকেট সিরিজ খেলতে ভারতে এসেছিল পাকিস্তান। তারপর বিশ্বকাপ খেলতে দুবার পাকিস্তান ক্রিকেট দল ভারতে এলেও ভারতীয় দল আর কখনও পাকিস্তানে যায়নি। এবার কী হবে? চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে টিম ইন্ডিয়া?        


এবার বড় আপডেট পাওয়া গেল ভারতীয় বিদেশমন্ত্রকের কাছে। স্পষ্ট জানিয়ে দেওয়া হল, ভারতের পক্ষে পাকিস্তানে খেলতে যাওয়াটা কার্যত অসম্ভব। ভারতীয় বিদেশমন্ত্রকের (Ministry of External Affairs) মুখপাত্র রণধীর জয়সওয়াল (MEA Spokesperson Randhir Jaiswal) ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি বিবৃতির কথা তুলে ধরেছেন। জানিয়েছেন, নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা থাকায় সীমান্ত পেরিয়ে ভারতীয় দলের পাকিস্তানে খেলতে যাওয়ার সম্ভাবনা কার্যত নেই।          





আরও পড়ুন: দাদার ষড়যন্ত্র? ভোটে হেরে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রীর ভাই, ময়দান ছেড়ে না যাওয়ার বার্তা


রণধীর বলেছেন, 'ভারতীয় ক্রিকেট বোর্ড একটি বিবৃতি দিয়েছে। তারা জানিয়েছে যে, নিরাপত্তা নিয়ে সংশয় রয়েছে। তাই ভারতীয় দলের সে দেশে খেলতে যাওয়ার সম্ভাবনা কার্যত নেই।' পাকিস্তানে খেলতে যাওয়া নিয়ে নিজেদের অবস্থানে অনড় ভারতীয় ক্রিকেট বোর্ড ও স্বরাষ্ট্রমন্ত্রক। ভারতীয় ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্ল (BCCI vice president Rajeev Shukla) জোর দিয়ে জানিয়েছেন যে, ভারতীয় ক্রিরেট দল সরকারের নির্দেশিকা মেনেই চলবে।                


ভারতীয় দল আইসিসি-কেও নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। হাইব্রিড মডেলের প্রস্তাবও দেওয়া হয়েছে। যাতে ভারতের ম্যাচ অন্যত্র আয়োজিত করে বাকি ম্যাচ পাক ভূখণ্ডে আয়োজন করা যেতে পারে। যদিও পুরো টুর্নামেন্টই নিজেদের দেশে করার ব্যাপারে বদ্ধপরিকর পাকিস্তান ক্রিকেট বোর্ড ও সে দেশের সরকার।              







আরও পড়ুন: বন্ধুর প্রেমের প্রস্তাবে রাজি, স্নেহাশিস-কন্যার নতুন ইনিংস, খুশির হাওয়া সৌরভের পরিবারে




আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।