নয়াদিল্লি: পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের খেলতে যাওয়া নিয়ে কি কোনও আশার আলো তৈরি হল?
২০০৮ সালের পর থেকে আর পাকিস্তানে খেলতে যায়নি ভারত। সেবার এশিয়া কাপ খেলতে শেষবার পাক ভূখণ্ডে গিয়েছিল টিম ইন্ডিয়া। ২০১২-১৩ সালে শেষবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল। সেবার সীমিত ওভারের ক্রিকেট সিরিজ খেলতে ভারতে এসেছিল পাকিস্তান। তারপর বিশ্বকাপ খেলতে দুবার পাকিস্তান ক্রিকেট দল ভারতে এলেও ভারতীয় দল আর কখনও পাকিস্তানে যায়নি। এবার কী হবে? চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে টিম ইন্ডিয়া?
এবার বড় আপডেট পাওয়া গেল ভারতীয় বিদেশমন্ত্রকের কাছে। স্পষ্ট জানিয়ে দেওয়া হল, ভারতের পক্ষে পাকিস্তানে খেলতে যাওয়াটা কার্যত অসম্ভব। ভারতীয় বিদেশমন্ত্রকের (Ministry of External Affairs) মুখপাত্র রণধীর জয়সওয়াল (MEA Spokesperson Randhir Jaiswal) ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি বিবৃতির কথা তুলে ধরেছেন। জানিয়েছেন, নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা থাকায় সীমান্ত পেরিয়ে ভারতীয় দলের পাকিস্তানে খেলতে যাওয়ার সম্ভাবনা কার্যত নেই।