রাওয়ালপিণ্ডি: চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) নিয়ে জট এখনও কাটেনি। পাকিস্তান নিজেদের দেশে টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে এখনও নিজেদের অবস্থান অনড় (India vs Pakistan)। ভারতও জানিয়ে দিয়েছে যে, হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করলে তবেই অংশগ্রহণ করবে।
আর এই পরিস্থিতিতে পাকিস্তান শিবিরের উদ্দেশে বার্তা দিলেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস শোয়েব আখতার। জানালেন, ভারতকে মোক্ষম জবাব দেওয়ার জন্য ভারতের মাটিতে ভারতকে হারানো জরুরি।
শোনা যাচ্ছে, ভারতের দাবি মেনে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলেই আয়োজিত হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে সেক্ষেত্রে পাকিস্তান ক্রিকেট বোর্ডও নাকি শর্ত দিয়েছে, ভবিষ্যতে তারাও ভারতে এসে কোনও আইসিসি টুর্নামেন্ট খেলবে না। তারপরই নাকি হাইব্রিড মডেলে রাজি হয়েছে তারা। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ পর্যন্ত কোথায় হবে তা নিয়ে আইসিসি এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
শোয়েব নিজের দেশের ক্রিকেটারদের উদ্দেশে বলেছেন, 'ভবিষ্যতে ভারতের মাটিতে খেলার ক্ষেত্রে আমার পরামর্শ হল, বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও। ওখানে গিয়ে খেলো। আমার একটাই নীতি, ভারতে যাও এবং ওদের দেশে গিয়ে ওদের হারাও। ভারতে খেলতে যাও আর ওখানে গিয়েই ওদের মেরে এসো।'
আরও পড়ুন: দশে দশ! সঙ্গে হ্যাটট্রিক! বাইশ গজে ইতিহাস তৈরি করলেন বিহারের স্পিনার
চ্যাম্পিয়ন্স ট্রফির আর তিন মাসও বাকি নেই। তবে এখনও টুর্নামেন্টের সূচিই প্রকাশ করা হয়নি। নানা বিষয়ে জটিলতা রয়েছে। যার মধ্যে অনম্যতম, শেষ পর্যন্ত ভারতের প্রস্তাবিত হাইব্রিড মডেলে টুর্নামেন্ট হলে ভারতের ম্যাচ কোথায় কোথায় ফেলা হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনড় মনোভাব পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।
২০১২-১৩ সালের পর থেকে আর ভারত ও পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়নি। সেবার সীমিত ওভারের সিরিজ খেলতে ভারতে এসেছিল পাক দল। ভারত শেষবার পাকিস্তানে গিয়েছে ২০০৮ সালে। তবে আইসিসি টুর্নামেন্টে খেলতে পাকিস্তান দল একাধিকবার ভারতে এসেছে। ২০২৩ সালে ওয়ান ডে বিশ্বকাপ খেলতে শেষবার ভারতে এসেছিল পাকিস্তান।