দুবাই: একটা সময় প্রথম একাদশের বাইরে বসেই কাটত বেশিরভাগ ম্যাচ । ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) । হর্ষিত রানার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েই ভারতের প্রধান বোলিং অস্ত্র হয়ে ওঠেন । ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অন্যতম নায়ক । এশিয়া কাপেও টিম ইন্ডিয়ার ভরসা হয়ে উঠেছেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) । এবার নিজের ধারাবাহিকতার পুরস্কার পেলেন বরুণ । টি-২০ ক্রিকেটে বিশ্বের সেরা বোলার হলেন রহস্য স্পিনার ।
বুধবার আইসিসি যে ব়্যাঙ্কিং তালিকা প্রকাশ করেছে, সেখানে টি-২০ ক্রিকেটে সেরা বোলার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বরুণ চক্রবর্তী । এশিয়া কাপেও যিনি দুরন্ত ফর্মে । প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ৪ রান দিয়ে এক উইকেট নিয়েছিলেন । পরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ২৪ রান খরচ করে নেন এক উইকেট ।
ভারতের তৃতীয় বোলার হিসাবে এই কৃতিত্ব অর্জন করলেন বরুণ । তাঁর আগে যশপ্রীত বুমরা ও লেগস্পিনার রবি বিষ্ণোই আইসিসি ব়্যাঙ্কিংয়ে টি-২০ ফর্ম্যাটে বিশ্বের সেরা বোলার হয়েছিলেন ।
৩৪ বছর বয়সী বরুণ চক্রবর্তী নিউজ়িল্যান্ডের জেকব ডাফিকে সরিয়ে দিলেন এক নম্বর আসন থেকে । পাশাপাশি ৬ ধাপ ওপরে উঠে এসেছেন শ্রীলঙ্কার পেসার নুয়ান থুসারা । এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে একটি উইকেট নিয়েছেন তিনি । থুসারা ৬ নম্বরে রয়েছেন ।
ব়়্যাঙ্কিংয়ে প্রোমোশন হয়েছে ভারতের বাঁহাতি স্পিনার অক্ষর পটেলেরও । তিনি এক ধাপ ওপরে উঠে ১২ নম্বরে রয়েছেন । এশিয়া কাপের প্রথম দুই ম্য়াচে দুরন্ত ছন্দে থাকা কুলদীপ যাদব বিরাট প্রোমোশন পেয়েছেন । ১৬ ধাপ ওপরে উঠে তিনি রয়েছেন ২৩ নম্বরে ।
টি-২০ ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে ভারতের অভিষেক শর্মা । পাকিস্তানের বিরুদ্ধে ইনিংস ওপেন করতে নেমে ১৩ বলে ঝোড়ো ৩১ রান করেন । শাহিন শাহ আফ্রিদিকে প্রথম বলেই বাউন্ডারি মেরে যিনি ম্যাচে ভারতের দাদাগিরি প্রতিষ্ঠা করে দেন । সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে প্রথম ম্যাচেও তিনি ১৬ বলে ৩০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ।