অ্যাডিলেড: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে লজ্জার হারের পর সমালোচনায় বিদ্ধ ভারতীয় দল (Ind vs Eng)। প্রশ্ন উঠছে, রোহিত শর্মা, বিরাট কোহলি, ভুবনেশ্বর কুমারদের টি-টোয়েন্টি ভবিষ্যৎ নিয়ে। যদিও সিনিয়র ক্রিকেটারদের পাশে দাঁড়াচ্ছেন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।
সেমিফাইনাল ম্যাচের শেষে সাংবাদিক বৈঠকে দ্রাবিড় বলেন, 'সিনিয়র প্লেয়ারদের ভবিষ্যৎ নিয়ে কথা বলার সময় আসেনি। ভীষণ তাড়াতাড়ি হয়ে যাবে বিষয়টি। পরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এখনও অনেক সময় রয়েছে। সেমিফাইনালের পর এসব বলা কঠিন। রোহিত, কোহলি, ভুবনেশ্বররা দারুণ পারফর্মার। আমাদের পরের বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করে দিতে হবে।'
ভারতের রান কি কম হয়েছিল বলে মনে হয় না? ভারতীয় দলের হেড কোচ বলেন, 'এইরকম পরিবেশে ১৮০ বা তার বেশি রান আমরা করেছি। তবে ইংল্যান্ড দারুণ বল করেছে। খুব ভাল লাইন-লেংথে বল করে গিয়েছে। আমাদের ব্যাটারদের মারতে দেয়নি। হার্দিক দারুণ খেলেছে। তবে আমাদের ১৮০-১৮৫ রান করা উচিত ছিল।'
গোটা ক্রিকেটবিশ্ব যেখানে ভারত-পাকিস্তান ফাইনাল দেখার অপেক্ষায় ছিল, তখন শেষ চার থেকেই বিদায় নিলেন রোহিত শর্মারা (Rohit Sharma)। ইংল্যান্ডের কাছে শুধু পরাজিতই হলেন না, হার এল রীতিমতো লজ্জাজনকভাবে (Ind vs Eng)। ১০ উইকেটে ভারতকে দুরমুশ করে দিল ব্রিটিশরা। মাথা হেঁট করে অ্যাডিলেড ছাড়লেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা।
ইংল্যান্ডের সামনে জয়ের জন্য ১৬৯ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল ভারত। মনে করা হয়েছিল, লড়াই করবেন ভারতের বোলাররা। সেখানে বাস্তবে দেখা গেল, ইংরেজ ব্যাটারদের সামনে আত্মসমর্পণ করলেন ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, আর অশ্বিনরা। ১৬ ওভারে ভারতের রান পেরিয়ে গেল ইংল্যান্ড। তাও কোনও উইকেট না হারিয়ে। ২৪ বল বাকি থাকতে ম্যাচ জিতে নিয়ে ভারতীয় শিবিরকে মানসিকভাবেও দুমড়ে দিলেন জস বাটলাররা।
রান তাড়া করতে নেমে সামনে থেকে নেতৃত্ব দিলেন বাটলার। ৪৯ বলে ৮০ রানে অপরাজিত রইলেন ইংরেজ অধিনায়ক। সতীর্থ ওপেনার অ্যালেক্স হেলসও ছিলেন বিধ্বংসী মেজাজে। ৪৭ বলে ৮৬ রানে অপরাজিত রইলেন হেলস। ভুবনেশ্বর কুমার ২ ওভারে ২৫ রান খরচ করেছেন। শামি ৩ ওভারে দিয়েছেন ৩৯ রান। ৩ ওভারে ৩৪ রান খরচ করেছেন হার্দিক পাণ্ড্য। অশ্বিন ২ ওভারে ২৭ রান খরচ করেছেন।
আরও পড়ুন: আরও ২ বছর আগে সুযোগ পাওয়া উচিত ছিল সূর্যকুমারের, সেমিফাইনালের আগে বললেন হার্দিক