নয়াদিল্লি: সদ্য সমাপ্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ফের একবার ভারতীয় দলের (Indian Cricket Team) স্বপ্নভঙ্গ হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৯ রানে ফাইনালে পরাজিত হয় ভারত। টিম ইন্ডিয়া এরপর ১২ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (IND vs WI) তিন ফর্ম্যাটের সিরিজ খেলবে। সেই সিরিজে ভারতীয় দলে বদলের ডাক দিয়েছেন অনেক বিশেষজ্ঞই। প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার হরভজন সিংহও (Harbhajan Singh) বদলে বিশ্বাসী।


হরভজন আসন্ন ক্যারিবিয়ান সফরে সিনিয়রদের বিশ্রাম দিয়ে তরুণদের সুযোগ দেওয়ার পরামর্শ দেন। তিনি নির্বাচকদের উদ্দেশে বলেন, 'সিনিয়ররা যথেষ্ট ক্রিকেট খেলেছে, এবার ওদের একটু বিশ্রাম দেওয়া হোক। আমি ওদের (নির্বাচকদের) অনুরোধ করব যে আর দেরি না করতে। ওয়েস্ট ইন্ডিজে একটা তরুণ দল পাঠানো হোক। আমি অক্ষর পটেলকে অলরাউন্ডার হিসাবে দলে দেখতে চাই। আর দুই স্পিনার হিসাবে (রবি) বিষ্ণোই ও যুজবেন্দ্র চাহালকে সুযোগ দেওয়া হোক। আকাশ মাধওয়াল আইপিএলে বেশ ভাল পারফর্ম করেছে। আমার মনে হয় ওরও সুযোগ পাওয়া উচিত।'


তিনি আরও যোগ করেন, 'ওপেনারদের মধ্যে একজন অবশ্যই শুভমন গিল। আরেকজন ওপেনারের ভূমিকায় যশস্বী জয়সওয়ালকে সুযোগ দেওয়া যেতেই পারে। ওর এবারের আইপিএল মরশুমটা দুর্দান্ত কেটেছে। যখনই সুযোগ পেয়েছে, ও কিন্তু দারুণ পারফর্ম করেছে। আমার মনে হয় বড় মঞ্চে পারফর্ম করার জন্য ও তৈরি। ওকে পূর্ণশক্তির ভারতীয় দলেও কিন্তু সুযোগ দেওয়া যেতে পারে। ওদের দুইজনের পর রুতুরাজ গায়কোয়াড় ওপেনার হিসাবে আমার তৃতীয় বিকল্প।'


১২ জুলাই থেকে টেস্ট সিরিজ শুরু হলেও, টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩ অগাস্ট থেকে। সেই সিরিজে ভারতীয় দলে বেশ কিছু রদবদল ঘটতে চলেছে। এই সিরিজেই নাকি টিম ইন্ডিয়ার হয়ে অভিষেক ঘটাতে পারেন আইপিএল মাতানো দুই তরুণ তুর্কি।


ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। খবর অনুযায়ী, সেই সিরিজেই যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও রিঙ্কু সিংহকে (Rinku Singh) ভারতীয় দলের জার্সিতে অভিষেক ঘটাতে দেখা যেতে পারে। রুতুরাজ গায়কোয়াড়ও এই সিরিজে সুযোগ পেতে পারেন। তরুণ তুর্কিদের পাশাপাশি জাতীয় দলে নাকি ফিরতে পারেন অভিজ্ঞ ফাস্ট বোলার মোহিত শর্মাও (Mohit Sharma)। যশস্বী, রিঙ্কু, মোহিত, তিনজনই এবারের আইপিএলে দুরন্ত পারফর্ম করেছেন। অপরদিকে, রুতুরাজও নিজের ধারাবাহিকতা বজায় রেখেছেন। 


এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: ডায়াবেটিস ও প্রি-ডায়াবেটিসের মধ্যে পার্থক্য কী ? প্রতিরোধের উপায় কী ?