বেঙ্গালুরু: আইপিএলে ১ মে লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ম্যাচে উরুতে চোট পেয়েছিলেন কেএল রাহুল (KL Rahul)। এই চোটের জেরেই আইপিএলসহ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকেও ছিটকে গিয়েছিলেন কেএল রাহুল। তবে এবার রাহুলের মাঠে ফেরার লড়াই শুরু হয়ে গেল। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) রিহ্যাব শুরু করেছেন ভারতের তারকা ক্রিকেটার।


উরুর চোটের জন্য দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে রয়েছেন রাহুল। তাঁকে এই চোটের কারণে অস্ত্রোপ্রচারও করাতে হয়েছে বলে আগেই জানিয়েছিল। সেই অস্ত্রোপ্রচার সফলভাবে সম্পন্নও হয়েছে। এবার মাঠে ফেরার কঠিন লড়াই শুরু করে দিলেন রাহুল। রাহুল বেঙ্গালুরুরই ছেলে। তাঁরই শহরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছে। সেখানেই যে তিনি রয়েছেন, ঘরের ইমোজি তাঁর ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রাহুল। এর পাশাপাশি আরেক সোশ্যাল মিডিয়া মাধ্য়মে নিজের স্টোরিতে রাহুল একটি ছোট্ট ভিডিও পোস্ট করেছেন।


 






 


উক্ত ভিডিওতে এনসিএতে হাসিমুখে কসরত করতে দেখা যায় রাহুলকে। তিনি যে মাঠে ফেরার চ্যালেঞ্জটা বেশ উপভোগই করছেন, তা এই ভিডিওটি স্পষ্টভাবে বুঝিয়ে দেয়। কিন্তু কবে আবার জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামতে পারবেন রাহুল? ১২ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ফর্ম্যাটের সিরিজ খেলবে ভারত। সেই সফরের জন্য এখনও দল ঘোষণা হওয়া বাকি। ক্যারিবিয়ান সফরে হয়তো রাহুলকে খেলতে দেখা যাবে না। এত দ্রুত তিনি হয়তো সম্পূর্ণ ফিট হতে পারবেন না। 


তবে ৩১ বছর বয়সি তারকাকে সেপ্টেম্বরে এশিয়া কাপ আয়োজিত হলে, সেই টুর্নামেন্টে ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটাতে দেখা যেতে পারে। এ বছরের শেষের দিকে ভারতেই বসতে চলেছে ৫০ ওভারের বিশ্বকাপের আসর। এমনিই গাড়ি দুর্ঘটনার পরে ঋষভ পন্থ আপাতত দলে বাইরে। বিশ্বকাপে তাঁর খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। সেখানে কিপার-ব্যাটার হিসাবে রাহুলকে বিকল্প বলে মন করছেন অনেকেই। ওয়ান ডে  ক্রিকেটে মিডল অর্ডারে তাঁর রেকর্ড বেশ ভাল। তাই বিশ্বকাপের কথা মাথায় রেখে রাহুলের দ্রুত ফিট হয়ে ওঠাটা জরুরি। সেই পথেই একধাপ এগলেন তারকা ক্রিকেটার।  


 এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: ডায়াবেটিস ও প্রি-ডায়াবেটিসের মধ্যে পার্থক্য কী ? প্রতিরোধের উপায় কী ?