রাঁচি: সাত তাঁর প্রিয় সংখ্যা। জার্সির পিছনে সাত নম্বর নিয়ে খেলতেন। আইপিএলেও তাঁর জার্সির নম্বর সাত। ভারতীয় দল হোক বা চেন্নাই সুপার কিংস - মহেন্দ্র সিংহ ধোনি আর সাত যেন সমার্থক হয়ে উঠেছিল।


ধোনির সম্মানার্থে এবার কি বিশেষ সাত টাকার কয়েন চালু করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া?


সোশ্যাল মিডিয়ায় এমনই একটি খবর ছড়িয়ে পড়েছে। একটি মুদ্রার ছবিও ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, উজ্জ্বল সোনালি রংয়ের একটি মুদ্রা। যার এক পিঠে লেখা মহেন্দ্র সিংহ ধোনি, ট্রফি কালেকটর। সেই মুদ্রার অপর পিঠে ইংরেজিতে লেখা এমএস ধোনি। সঙ্গে ৭ সংখ্যা ও ধোনির স্বাক্ষর।


গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এরকমই কিছু পোস্ট। যেখানে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেটে ধোনির অবদানের কথা মাথায় রেখে এবং ভারতের জোড়া বিশ্বকাপজয়ী অধিনায়ককে সম্মান জানাতে রিজার্ভ ব্যাঙ্ক নতুন ৭ টাকার কয়েন চালু করার সিদ্ধান্ত নিয়েছে।


আরও পড়ুন: ভারত সরাসরি আমাদের সঙ্গে কথা বলুক, দাবি তুললে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান


এমনিতেই মহেন্দ্র সিং ধোনির সঙ্গে সাত সংখ্যাটি অঙ্গাঙ্গীভাবে নিবিড় ভাবে জড়িয়ে রয়েছে। ৭ জুলাই ধোনির জন্মদিন। তাঁর জার্সি নম্বরও সাত। এ বার থেকে এই তালিকাতে কি যুক্ত হতে চলেছে ৭ টাকার কয়েনও?


 






তবে পিআইবি-র (প্রেস ইনফরমেশন ব্যুরো) তরফে এ বিষয়ে ফ্যাক্ট চেক করা হয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরোর এক্স হ্যান্ডলে পুরো বিষয়টি খোলসা করে জানানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে বলা হয়েছে মহেন্দ্র সিংহ ধোনিকে সম্মান জানাতে একটি নতুন ৭ টাকার মুদ্রা প্রকাশ করা হবে। তবে প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে, ছবিটি ভুয়ো। অর্থনৈতিক বিষয়ক বিভাগ থেকে এমন কোনও ঘোষণা করা হয়নি বলেও জানানো হয়েছে।


আরও পড়ুন: আইপিএল নিলামের আগে বাংলার হয়ে টি-২০-ও খেলবেন শামি, সৈয়দ মুস্তাক আলিতে অধিনায়ক কে?




আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।