নয়াদিল্লি: গত বছরের ডিসেম্বরে শেষবার ভারতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন শিখর ধবন (Shikhar Dhawan)। তারপর থেকে তিনি জাতীয় দলের (Indian Cricket Team) বাইরেই রয়েছেন। বা বলা ভাল শুভমন গিলের স্বপ্নের ফর্ম তাঁকে বাইরে থাকতে বাধ্য করেছে। কিন্তু জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটাতে পারেন ধবন, তাও আবার টি-টোয়েন্টি ফর্ম্যাটে।


এ বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাসে চিনে এবারের এশিয়ান গেমসের (Asian Games) আসর বসবে। এবারের এশিয়ান গেমসে ক্রিকেটকেও রাখা হয়েছে। তবে ৫০ ওভারের ম্যাচ নয়, টি-টোয়েন্টি ফর্ম্যাট খেলা হবে এই ইভেন্টে। সেখানে ভারতীয় পুরুষ ও মহিলা, উভয় দলই অংশগ্রহণ করবে। বিসিসিআইয়ের এই সিদ্ধান্তই ধবনের ক্ষেত্রে লাভবানা হতে পারে। পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী ধবন এশিয়ান গেমসেই ফের একবার জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে পারেন। শুধু তাই নয়, তিনি দলকে নেতৃত্বও দিতে পারেন বলে খবর।


বর্তমানে ভারতীয় দলের পরিকল্পনায় ধবন আর নেই। অভিজ্ঞ এই ক্রিকেটার কোনও ফর্ম্যাটেই জাতীয় দলে সুযোগও পান না। তবে এ বছরেই এশিয়া কাপ, ঘরের মাঠে বিশ্বকাপের মতো টুর্নামেন্ট খেলবে ভারতীয় পুরুষ ক্রিকেট দল। প্রাক বিশ্বকাপ তাই এশিয়ান গেমসে প্রধান দল নয়, বরং ধবনের নেতৃত্বে এক দ্বিতীয় সারির ভারতীয় দল পাঠানো হতে পারে বলে মনে করা হচ্ছে। বিসিসিআইকে যত দ্রুত সম্ভব ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশনকে শর্টলিস্ট করা ক্রিকেটারদের নাম পাঠাতে হবে।


ধবন টেস্ট দল থেকে অনেক আগেই বাদ পড়েছিলেন। আইপিএলে পারফর্ম করা সত্ত্বেও তাঁকে শেষ দুই টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে নেননি ভারতীয় নির্বাচকরা। সম্প্রতি ওয়ান ডে ক্রিকেটই তাঁর একমাত্র ভরসা ছিল। তবে তাঁর বদলে সুযোগ পাওয়া শুভমন গিল দুরন্ত ফর্মে থাকা, সম্ভবত আসন্ন বিশ্বকাপেও গিলকেই ওপেনার হিসাবে নির্বাচিত করা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অভিজ্ঞ ধবনের সামনে মূল দলে ফেরার আশা তেমন নেই বললেই চলে। তবে বিশ্বকাপের আগে আয়োজিত এশিয়ান গেমসে ভাল পারফরম্যান্স তাঁর দলে ফেরার সামান্য আশা জাগাতে পারে।


অবশ্য দ্বিতীয় সারির পুরুষ দল পাঠালেও, এশিয়ান গেমসের জন্য বিসিসিআই শক্তিশালী মহিলা দলই পাঠাবে বলে শোনা যাচ্ছে। সেই দলে হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানার মতো প্রথম সারির সকল তারকারাই থাকবেন বলে শোনা যাচ্ছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: বর্ষাতে ভ্যাপসা গুমোট গরম কাটাতে চালাচ্ছেন এসি, মেশিনের খেয়াল রাখতে কী কী করবেন?