দুবাই: ২ এপ্রিল ভারতের দ্বিতীয় ৫০ ওভারের বিশ্বকাপ জয়ের ১২ বছর পূর্ণ হল। আর এই দিনেই আসন্ন ২০২৩ বিশ্বকাপের (ICC WC 2023) লোগো প্রকাশ্যে আনল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি (ICC)। ২০১১ সালে ভারতসহ শ্রীলঙ্কা ও বাংলাদেশেও বিশ্বকাপের আসর বসেছিল। এবার আবারও ভারতে বসবে বিশ্বকাপের আসর। তবে এবার এককভাবে  ভারতই বিশ্বকাপের আয়োজন করবে। সেই কথা মাথায় রেখেই সম্ভবত ২ এপ্রিলকেই আসন্ন বিশ্বকাপের লোগো প্রকাশ করার জন্য সেরা দিন হিসাবে আইসিসির তরফে বেছে নেওয়া হয়।         


লোগোর নাম


আসন্ন বিশ্বকাপের নতুন এই লোগোরটির নাম 'নবরস' রাখা হয়েছে, যার মাধ্যমে ক্রিকেটপ্রেমীদের ম্যাচ দেখার সময় নয় ধরনের অনুভূতিকেই তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বিভিন্ন রং ও প্রতীকী চিহ্নের মাধ্য়মে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সময়ে অনুরাগীদের বিভিন্ন অনুভূতি তুলে ধরা হয়েছে এই লোগোতে। এই অনুভূতিগুলি হল- আনন্দ, শক্তি, হতাশা, সম্মান, গৌরব, সাহসিকতা, প্যাশন, সাফল্যের ও চিন্তা।  


 






 


রোহিতের মতামত


বিশ্বকাপ শুরু হতে আর মাস ছ'য়েক মতো বাকি। এই সময়ে ভিন্ন ভিন্ন মানুষের থেকে ভিন্ন অনুভূতির আভাস পাওয়ার বিষয়ে নিশ্চিত ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেন, 'আইসিসি ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ছয় মাস মতো বাকি রয়েছে এবং এই টুর্নামেন্ট ঘিরে ইতিমধ্যেই ধীরে ধীরে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। ঘরের মাঠে বিশ্বকাপ খেলা যে কোনও খেলোয়াড়েরই স্বপ্ন থাকে। আর তিনি যদি দলের অধিনায়ক হন, তাহলে তো কথাই নেই। আমরা আর তর সইছে না।'  


ভারতীয় অধিনায়ক রোহিত আরও যোগ করেন, 'ক্রিকেটটাকে যারা ভালবাসেন, তাঁদের প্রত্যেকের জন্য ক্রিকেট বিশ্বকাপটা একটা বিশেষ প্রতিযোগিত। পরবর্তী কয়েক মাসে আমাদের জন্য যা যা করণীয়, আমরা সেইসব করতে একটুকুও দ্বিধা করব না। আমাদের সামনে  বিশ্বকাপ জয়টাই লক্ষ্য এবং সেটার জন্য  আমাদের তরফে প্রস্তুতি ও চেষ্টার কোনও খামতি থাকবে না। সর্বশক্তি দিয়ে আমরা খেতাব জয়ের জন্য ঝাঁপাব।'    


আরও পড়ুন: অধিনায়ক হিসাবে মাইলফলক গড়ার দিনই লজ্জাজনক নজিরের মালিক ব্যাটার রোহিত