দুবাই: ক্রিকেট বড় বেশি ব্যাটারদের দাপটের খেলা হয়ে দাঁড়াচ্ছে? খেলার ভারসাম্য ফেরাতে এবার বোলারদের হাতে নতুন অস্ত্র তুলে দেওয়ার চিন্তাভাবনা শুরু করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি (ICC)।
কী সেই পরিকল্পনা? জানিয়েছেন আইসিসি-র ক্রিকেট কমিটির মিডিয়া প্রতিনিধি তথা দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার শন পোলক। ইঙ্গিত দিয়েছেন, বোলারদের ক্ষেত্রে ওয়াইড বল নিয়ে নিয়মে বদল আনার কথা ভাবা হচ্ছে। বিশেষ করে ব্যাটাররা যখন ক্রিজে নড়াচড়া করেন, সেক্ষেত্রে।
সংবাদসংস্থা পিটিআই-কে পোলক বলেছেন, 'যদি কোনও ব্যাটার একেবারে শেষ মুহূর্তে লাফ দিয়ে জায়গা বদল করে, আমার কাছে সেটা একেবারেই গ্রহণযোগ্য নয়। আমার মনে হয়, বোলারের রান আপের শুরুতেই জানার অধিকার রয়েছে সে কোন জায়গায় বল করবে। বর্তমান নিয়ম হল যদি ব্যাটার নড়াচড়া করে এবং সেই সময় যদি বোলার বল করে, তাহলে ব্যাটারের আসল জায়গা ধরে বলটিকে ওয়াইড ঘোষণা করা হয় বা হয় না। তবে আমি এই নিয়মে একটু পরিবর্তন চাই। আমি চাই বোলাররাও শেষ মুহূর্তে পরিকল্পনা বদল করার ছাড়পত্র পাক। বোলারের একটা নির্দিষ্ট ধারণা থাকা উচিত কোন জায়গা পর্যন্ত সে বল করতে পারবে। হ্যাঁ, ওয়াইড বলের নিয়মকানুন নিয়ে কাটাছেঁড়া চলছে। আমরা সকলেই আলোচনা করছি। আমাদের উচিত বোলারদেরও একটু সুযোগ সুবিধা দেওয়া।'
বর্তমান নিয়ম অনুযায়ী একটা বলকে তখনই ওয়াইড ডাকা হবে যখন সেটি ব্যাটার যেখানে স্টান্স নিয়েছিল সেখান থেকে নির্দিষ্ট দূর দিয়ে যায়। কিন্তু বর্তমানে ক্রিকেটে অনেক ব্যাটারই সেই নিয়মের ফাঁক গলে অভিনব সমস্ত শট খেলছে। যেখানে বোলার বল রিলিজ করার ঠিক আগের মুহূর্তে উপলব্ধি করছেন, ব্যাটার স্টান্স বদলে স্কুপ শট খেলতে চলেছে। কিংবা স্যুইচ হিট মারার প্রস্তুতি নিচ্ছে। রিভার্স স্কুপ বা রিভার্স স্যুইপ মারবে বলে অবস্থান বদলাচ্ছে। বোলাররা সেই সময়ই বলের লাইনে সামান্য হেরফের ঘটানোর কৌশল নেন। কিন্তু সেই সময়ই অনেক ক্ষেত্রে আম্পায়ার ওয়াইড বল ডেকে দেন। তাতে বোলারদের বাড়তি একটা বল করতে হয়। সব মিলিয়ে বোলারদেল ক্ষেত্রে কাজটা অনেকটাই কঠিন হয়ে যায়।
এবার সেই জায়গায় ভারসাম্য ফেরানোর উদ্যোগ নিচ্ছে আইসিসি।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় দুঃস্বপ্নের সফর! মানসিক শান্তির খোঁজে স্ত্রীকে নিয়ে বৃন্দাবনে কোহলি