নয়াদিল্লি: বহুদিনই হয়ে গেল তিনি আইপিএলে আর ক্রিকেটার হিসাবে সুযোগ পাচ্ছেন না। জাতীয় টি-টোয়েন্টি দলেও নিয়মিত নন। তবে টি-টোয়োন্টি ব্যাটার স্টিভ স্মিথ (Steve Smith) যে ফুরিয়ে যাননি, তা প্রমাণ করে দিলেন তিনি। বিগ ব্যাশ লিগে (Big Bash League) সিডনি সিক্সার্সের হয়ে মাঠে নেমেই ইতিহাস গড় ফেললেন তিনি। এল টি-টোয়েন্টি ফর্ম্যাটে তাঁর চতুর্থ সেঞ্চুরি। 

সিডনি ক্রিকেট মাঠে পার্থ স্করচার্স বনাম সিডনি সিক্সার্সের ম্যাচে এবারে প্রথমবার বিগ ব্যাশে নেমেছিলেন তিনি। মাঠে নামার পর রীতিমতো তাণ্ডব চালালেন স্মিথ। ৫৮ বলে এল তাঁর সেঞ্চুরি। ৬৪ বলে ১২১ রানে অপরাজিত রইলেন তিনি। বেন ম্যাকডরম্যাটের সঙ্গে যুগ্মভাবে বিগ ব্যাশ ইতিহাসের সবথেকে বেশি সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্ব এখন স্টিভ স্মিথের দখলে। তবে ম্যাকডরম্যাট যেখানে ১০০ ইনিংসে তিনটি সেঞ্চুরি করেছিলেন, সেখানে স্টিভ স্মিথ মাত্র ৩২ ইনিংসে খেলে তৃতীয় সেঞ্চুরি হাঁকিয়ে ফেললেন। 

 

 

গত বছরে বিগ ব্যাশে একটিই ম্যাচ খেলেছিলেন স্মিথ। সেই ম্যাচে প্রথম বলেই শূন্য রানে ফিরেছিলেন তিনি। তবে এ মরশুমে প্রথম ম্যাচে নেমে আসল সেঞ্চুরি। অবশ্য এ মরশুমেও তাঁকে আর মাত্র একটি ম্যাচের জন্যই পাবে সিক্সার্স। এরপর ফের একবার জাতীয় দলের হয়ে খেলতে দেশের বাইরে উড়ে যাবেন স্মিথ। শ্রীলঙ্কার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ়ে শুধু খেলবেনই না, দেশকে নেতৃত্বও দেবেন স্মিথ। তার আগে তাই মাত্র দুই ম্য়াচ বিগ ব্যাশে অংশগ্রহণ করতে পারবেন তিনি। কিন্তু তাতেই প্রভাব ফেললেন তারকা ক্রিকেটার। 

আইপিএলের মতো টুর্নামেন্টে সুযোগ না পেলেও অজ়ি তারকা প্রমাণ করে দিলেন যে তিনি ফুরিয়ে যাননি। স্টিভ স্মিথ ১০টি চার ও সাতটি ছক্কার সাহায্যে ১২১ রানের ইনিংসটি খেলেন। তাঁর সেঞ্চুরিতে ভর করেই তাঁর দল সিক্সার্স ২২২ রান তোলে। সিক্সার্সের এটাই বিগ ব্যাশে সর্বোচ্চ রান। জবাবে পারথের ফ্র্যাঞ্চাইজির হয়ে অধিনায়ক অ্যাস্টন টার্নার ৬৬ রানের ইনিংস খেললেও ২০ ওভারে সাত উইকেটে ২০৬ রানের বেশি করতে পারেনি স্করচার্স। ১৪ রানে ম্যাচ জিতে নেয় সিক্সার্স। 

আরও পড়ুন: আইপিএলের থেকেও ঢাকা প্রিমিয়ার লিগ বেশি কঠিন! দাবি আরসিবি প্রাক্তনীর