নয়াদিল্লি: এ বছরের শেষের দিকেই ভারতে আয়োজিত হবে ৫০ ওভারের বিশ্বকাপ (ICC World Cup 2023)। দুই দেশের রাজনৈতিক চাপানউতোরের জেরে সেই বিশ্বকাপে পাকিস্তানের (Pakistan Cricket Team) অংশগ্রহণ করা নিয়ে প্রবল প্রশ্নচিহ্ন রয়েছে। শোনা যাচ্ছিল পাকিস্তান ভারতে নয়, বরং বাংলাদেশ বা শ্রীলঙ্কার মতো নিরপেক্ষ দেশে নিজেদের বিশ্বকাপের ম্যাচ খেলতে পারে। এই বিষয়ে আইসিসির সঙ্গে আলোচনাও হয়েছে বলে খবর। তবে নতুন এক রিপোর্টে সেই দাবিকে সম্পূর্ণরূপে নস্যাৎ করে দেওয়া হয়েছে।


আমদাবাদে বিশ্বকাপ ফাইনাল


নতুন এক রিপোর্টে দাবি করা হয়েছে, আইসিসি-বিসিসিআইয়ের মধ্যে পাকিস্তানের ম্যাচ নিরপেক্ষ দেশে আয়োজনের বিষয়ে কোনওরকম কথাবার্তাই হয়নি। বরং দাবি করা হয়েছে বিসিসিআই দেশের ১২টি মাঠে মোট ৪৮টি ম্যাচ আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে। প্রতিটি মাঠেই চারটি করে ম্যাচ আয়োজিত হতে পারে বলে খবর। শোনা যাচ্ছে আমদাবাদে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল আয়োজিত হতে পারে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি সেমিফাইনাল আয়োজিত হওয়া কার্যত নিশ্চিত। একই রিপোর্টে দাবি করা হয় চেন্নাই বা নয়াদিল্লিতে ভারত-পাকিস্তানের ম্যাচটি আয়োজিত হতে পারে।


যদিও আইসিসির তরফে এখনও পর্যন্ত আসন্ন বিশ্বকাপের সূচি ঘোষণা করা হয়নি, তবে অক্টোবর-নভেম্বর মাসেই যে বিশ্বকাপ আয়োজিত হবে, তা একপ্রকার নিশ্চিত। এই নিয়ে ভারতের মাটিতে তৃতীয় বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে। তবে বিগত দুই বার ভারত যুগ্মভাবে বিশ্বকাপের আয়োজন করেছিল। কিন্তু এইবার প্রথম এককভাবে ভারতেই বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে। প্রসঙ্গত, ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ই ভারতের শেষ আইসিসি ট্রফিজয় ছিল। ঘরের মাঠে টিম ইন্ডিয়া এক দশকের ট্রফি জয়ের অপেক্ষা শেষ করতে পারে কি না, সেটাই দেখার বিষয়।


নজরে দিল্লি তারকা


দিন কয়েক পরেই শুরু বসতে চলেছে আইপিএল। ফর্ম্যাট ভিন্ন হলেও, বিশ্বকাপের বছরে আইপিএলে ভাল পারফরম্যান্স কিন্তু যে কোনও ক্রিকেটারকেই জাতীয় দলে (Team India) জায়গা পাওয়ার সুযোগ করে দিতে পারে। প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) মতে আইপিএল ভাল পারফরম্যান্স করলে দিল্লি ফ্র্যাঞ্চাইজিরই এক তরুণ ক্রিকেটার জাতীয় দলে আবার প্রত্যাবর্তন ঘটাতে পারেন। তাঁর ওপর রোহিত শর্মা ও নির্বাচকরা নজরও রাখছেন বলে দাবি করেন সৌরভ। কে সেই ক্রিকেটার? তিনি দিল্লি ক্যাপিটালসের ওপেনিং ব্যাটার পৃথ্বী শ (Prithvi Shaw)।


সদ্য দিল্লি ফ্র্যাঞ্চাইজির ডিরেক্টর অফ ক্রিকেট পদে সৌরভকে নিয়োগ করা হয়েছে। সৌরভের বলেন, 'আমার মতে পৃথ্বী শ ভারতের হয়ে খেলার জন্য প্রস্তুত। দলে আদৌ ওকে নেওয়ার মতো কোনও জায়গা আছে কি না, তার ওপর ওর জায়গা পাওয়া বা না পাওয়াটা নির্ভরশীল। তবে হ্যাঁ, আমি নিশ্চিত রোহিত শর্মা ও জাতীয় নির্বাচকরা ওকে নজরে রেখেছে। ও খুবই ভাল একজন ক্রিকেটার এবং জাতীয় দলের হয়ে খেলার জন্যও তৈরি।' 


আরও পড়ুন: বিরাট কোহলির মতে ক্রিকেটের 'গোট' কে?