নয়াদিল্লি: বর্তমান বিশ্বের সেরা ব্যাটারদের তালিকায় বিরাট কোহলির (Virat Kohli) নাম একেবারে তালিকার শীর্ষে থাকে। অনেকে তাঁকে সর্বকালের সেরা ব্যাটার হিসাবেও মনে করেন। কিন্তু কোহলির বিচারে সেরা কে? রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে কিংগ কোহলির তাঁর 'গোট' অর্থাৎ 'গ্রেটেস্ট অফ অল টাইম' বা সর্বকালের সেরা বেছে নিলেন।
কোহলির বিচারে 'লিটল মাস্টার' সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) এবং ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ভিভ রিচার্ডসই (Viv Richards) সর্বকালের সেরা দুই ক্রিকেটার। এই দুই ক্রিকেটারকেই সেরা বাছার কারণও ব্যাখা করেন বিরাট। তিনি বলেন, 'সচিন তেন্ডুলকর ও ভিভ রিচার্ডস ক্রিকেটের গোট। আমি বরাবরই এই দুইজনেরই নাম নিয়েছি। আমার হিরো সচিন। এই দুইজন নিজেদের জমানায় ব্যাটিংয়ের পরিভাষা সম্পূর্ণভাবে বদলে দিয়েছিলেন। সেই কারণেই আমার মতে এই দুইজনেই সর্বকালের সেরা।'
সচিন নিজের কেরিয়ারে ৬৬৪টি ম্যাচ খেলে ৪৮.৫২ গড়ে ৩৪, ৩৫৭ রান করেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি শতরান করার রেকর্ডও সচিনের দখলে। অপরদিকে, ১২১ টেস্টে ৮৫৪০ রান করেছেন। ওয়ান ডেতে তিনি ৪৭ গড়ে ৬,৭২১ রান করেছেন। মোট ৩৫টি শতরান ও ৯০টি অর্ধশতরান করেছেন তিনি।
পন্থের বদলি পোড়েল
বাংলার জার্সিতে অভিষেকের পর থেকেই নজর কেড়েছেন। ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) বাংলা ছাড়ার পর উইকেটের পেছনে ভরসা জুগিয়েছেন যেমন, তেমনই ব্য়াট হাতেও গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তিনি। এবার আইপিএলেও (IPL 2023) ডাক পেয়ে গেলেন বাংলার তরুণ উইকেট কিপার ব্য়াটার অভিষেক পোড়েল (Abhishek Porel)। কিছুদিন আগে কলকাতায় দিল্লির যে ক্যাম্প হয়েছিল, সেখানে উপস্থিত ছিলেন দিল্লি দলের টিম ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়। নিজের চোখে দেখেছিলেন তরুণ এই ক্রিকেটারকে। তখনই আভাস পাওয়া গিয়েছিল যে পন্থের পরিবর্ত হিসেবে অভিষেককেই নেওয়া হতে পারে। শেষ পর্যন্ত সেই খবরে সিলমোহর পড়ে গেল। এখনও পর্যন্ত মাঠে নামার সুযোগ না হলেও পাঞ্জাব কিংস দলে নিয়েছিল গত বছর অভিষেকের দাদা বাংলার পেস বোলার ঈশান পোড়়েলকে।
যদিও অভিষেকের সঙ্গে দৌড়ে ছিলেন শেল্ডন জ্যাকসন, বিবেক সিংহয়ের মত ক্রিকেটার। কিন্তু শেষ পর্যন্ত অভিষেককেই বেছে নেওয়া হয়। ১৬টি প্রথম শ্রেণির ম্যাচে ৬৯৫ রান করেছেন অভিষেক। রয়েছে ঝুলিতে ৬টি অর্ধশতরান। গড় ৩০.২১। লিস্ট এ ক্রিকেটেও তিনটি ম্যাচ খেলেছেন অভিষেক। খেলেছেন তিনটি টি-টোয়েন্টিও। গত রঞ্জিতে বেশ কয়েকটি ম্যাচে ব্যাট হাতে লোয়ার অর্ডারে ভরসা জুগিয়েছেন বাংলা দলকে। এবার আইপিএলেও তাঁকে দেখা যাবে।
আরও পড়ুন: কেকেআর সতীর্থকে পিছনে ফেলে নতুন বিশ্বরেকর্ড গড়লেন শাকিব