IND vs AFG 3rd T20 LIVE Score: সুপার ওভারে বিষ্ণোইয়ের ভেল্কি, দুই সুপার ওভারের পর চূড়ান্ত নাটকীয় ম্যাচ জিতল ভারত
India vs Afghanistan 3rd T20 LIVE Score: ইতিমধ্যেই প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ় নিজেদের নামে করে নিয়েছে ভারতীয় দল।
LIVE
Background
বেঙ্গালুরু: আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম দুই ম্য়াচে দুই দাপুটে জয়ে তিন ম্যাচের সিরিজ় ইতিমধ্যেই পকেটে পুরে ফেলেছে ভারতীয় দল। আপাত অর্থে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ইব্রাহিম জাদরানদের বিরুদ্ধে সিরিজ়ের তৃতীয় টি-টোয়েন্টি (IND vs AFG 3rd T20I) তাই নিয়মরক্ষারই। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই টিম ইন্ডিয়ার শেষ আন্তর্জাতিক ম্যাচ, যা এই ম্যাচকে বাড়তি গুরুত্ব প্রদান করছে।
বিশ্বকাপে যে রোহিতই ভারতকে নেতৃত্ব দেবেন, তা একপ্রকার প্রায় নিশ্চিত। বিরাট কোহলির জায়গা নিয়ে প্রশ্নচিহ্ন থাকলেও, নতুন ভঙ্গিমায় ব্যাট হাতে এই সিরিজ়ে নিজেকে চেনাচ্ছেন কোহলি। তাঁর শুরু থেকেই আগ্রাসী ব্য়াটিং, বড় শট হাঁকানোর চেষ্টা, এ যেন এক অন্য় কোহলি। এই কোহলিকেই বেঙ্গালুরুতেও ফের একবার দেখতে ভিড় জমাবেন দর্শকরা। সিরিজ়ের বড় পাওনা বলতে মিডল অর্ডারে শিবম দুবের ব্যাটিং। মিডল ওভারে অতীতে যেখানে ভারতের বিরুদ্ধে রান করার গতি কমিয়ে ফেলার অভিযোগ উঠেছিল, সেখানে দুবের বড় শট হাঁকানোর দক্ষতা অবশ্যই টিম ইন্ডিয়ার জন্য় বড় ইতিবাচক দিক।
ভারতীয় দলের খানিক চিন্তার বিষয় বলতে দলের বোলিং। যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজদের মতো নিয়মিতরা সিরিজ়ে খেলছেন না বটে। তবে অর্শদীপ সিংহ, রবি বিষ্ণোই, মুকেশ কুমারদের নিয়ে তৈরি ভারতীয় বোলিং লাইন আপ কিন্তু একেবারে দুর্বল নয়। ভারতীয় বোলাররা সাম্প্রতিক সময়ে প্রতিপক্ষদের অল্প রানে বেঁধে রাখতে ব্যর্থই হয়েছে। চিন্নাস্বামীর ছোট মাঠ, ব্যাটিং সহায়ক পিচে রান রোখা বোলারদের জন্য বড় চ্য়ালেঞ্জ হতে চলেছে।
অবশ্য অর্শদীপ সিংহ কিন্তু এক্ষেত্রে ইতিবাচক দিকটাই দেখছেন। তাঁর মতে এই মাঠে রান করার জন্য ব্যাটাররা চাপে থাকবেন এবং তার থেকে উইকেট পাওয়ার সম্ভাবনাও বাড়বে। তিনি ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে বলেন, 'এই পরিস্থিতিতে বোলারদের থেকে ব্যাটাররাই বেশি চাপে থাকে। বোলার হিসাবে আমাদের এহেন পরিস্থিতিতে হারানোর তেমন কিছু থাকে না। ব্যাটারদের জন্য কিন্তু বিষয়টা উল্টো। ওরা সবসময় এমন মাঠে আরও বেশি করে বাউন্ডারি মারার চাপে থাকে। এক্ষেত্রে ব্যাটাররা বেশি ঝুঁকি নিতে গেলে, অধিক উইকেট পাওয়ার সম্ভাবনাও তো থাকে। সুতরাং, পাটা পিচ এবং ছোট বাউন্ডারির মাঠে ব্যাটার আউট করার সুযোগ যে কোনও সময় আসতে পারে।'
IND vs AFG 3rd T20 LIVE: রোহিতের ভরসার দাম
রোহিতের ভরসার মান রাখলেন রবি বিষ্ণোই। তিন বলে মাত্র এক রান খরচ করে দুই ব্যাটারকেই আউট করলেন তিনি। সুপার ওভার জিতল ভারত
IND vs AFG 3rd T20: প্রথম বলেই উইকেট
ফাস্ট বোলার নয়, সুপার ওভারে স্পিনার রবি বিষ্ণোইকে নিয়ে ঝুঁকি নিয়েছিলেন রোহিত। প্রথম বলেই নবিকে ফেরালেন তিনি।
IND vs AFG 3rd T20 LIVE: আফগানিস্তানের লক্ষ্য ১২
পরপর দুই বলে আউট রিঙ্কু, রোহিত। ১১ রানে শেষ ভারতের সুপার ওভার। ম্যাচ জিততে আফগানিস্তানকে ১২ রান করতে হবে।
IND vs AFG 3rd T20: চূড়ান্ত নাটক
সুপার ওভার শেষেও ম্যাচ টাই। শেষ বলে ভারতের জয়ের জন্য দুই রানের প্রয়োজন ছিল। দ্রুত দৌড়ানোর জন্য রোহিত রিটায়ার্ড আউট হয়ে রিঙ্কু সিংহকে ক্রিজে নামানো হয়। তবে ভারত মাত্র এক রানই করতে পারল। ফের টাই হল ম্যাচ। নিয়ম অনুযায়ী আরও এক ওভার করে দুই দল খেলবে।
IND vs AFG 3rd T20 LIVE: দুরন্ত রোহিত
প্রথম দুই বলে ওমরজ়াই মাত্র দুই রান খরচ করেন তবে পরের দুই বলে দুই ছক্কা হাঁকিয়ে ভারতকে জয়ের দোরগোড়ায় এনে দিলেন রোহিত শর্মা।