মুম্বই: দুর্দান্ত টেস্ট সিরিজের পর আজ থেকে ভারত-অস্ট্রেলিয়ার ওয়ান ডে সিরিজ (IND vs AUS 1st ODI) শুরু হয়েছে। মুম্বইয়ের ওয়াংখেড়েতে আয়োজিত হচ্ছে এই ম্যাচ। আর এই ম্যাচেরই সাক্ষী থাকতে চলেছেন ভারতীয় চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় সুপারস্টারদের অন্যতম রজনীকান্ত (Rajinikanth)।
ওয়াংখেড়েতে রজনীকান্ত
মুম্বই ক্রিকেট সংস্থার সভাপতি অমল কালেই (Amol Kale) রজনীকান্তকে ওয়াংখেড়েতে আমন্ত্রণ করার বিষয়টি জানান। তিনি বলেন, 'আমি কিংবদন্তি অভিনেতা রজনীকান্তকে আমন্ত্রণ জানিয়েছি এবং তিনি আমার আমন্ত্রণ স্বীকারও করেছেন। এটা আমাদের জন্য এটা দারুণ গর্বের মুহূর্ত হতে চলেছে। ওঁ বহুদিন পর ওয়াংখেড়েতে খেলা দেখতে আসছেন।' রজনীকান্তের উপস্থিতি যে ম্যাচে আলাদা আকর্ষণ তৈরি করবে সেই নিয়ে কোনও সন্দেহ নেই।
বুমরাকে নিয়ে চিন্তিত নয় ভারত
চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরেই রয়েছেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। খবর অনুযায়ী, সদ্যই নিউজিল্যান্ডে তাঁর সফল অস্ত্রোপ্রচার হয়েছে। তবে ভারতের (Team India) তারকা পেসারের মাঠে ফিরতে এখনও বেশ খানিকটা সময় লাগতে পারে। বুমরার না থাকাটা নিঃসন্দেহে বিরাট ক্ষতি, তবে তাতে ভারতের পেস আক্রমণে তেমন প্রভাব পড়বে বলে মনে করছেন না হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)।
রোহিতের অনুপস্থিতিতে হার্দিকই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্য়াচে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে হার্দিক বলেন, 'যশপ্রীত তো বেশ কয়েকদিন ধরে মাঠের বাইরে রয়েছে। তবে আমাদের বোলিং আক্রমণ যথেষ্ট অভিজ্ঞ এবং সকলেই অনেক ম্যাচ ইতিমধ্যেই খেলে ফেলেছে। জাস্সির থাকাটা অনেকটাই পার্থক্য গড়ে দেয় বটে, তবে আমরা খুব একটা চিন্তিত নই। কারণ জাস্সির বদলে যারা দলে খেলছে, তাদের দক্ষতার ওপর আমার যথেষ্ট ভরসা রয়েছে। আমি নিশ্চিত ওরা ভাল পারফর্ম করবে।'
শুধু বুমরা নয়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে পিঠের চোটের কারণে শ্রেয়স আইয়ারও এই সিরিজে খেলতে পারবেন না। শ্রেয়সের চোটের বিষয়ে হার্দিক বলেন, 'পিঠের চোটের সমস্যায় তো আমিও এর আগে ভুগেছি। ওর অনুপস্থিতি একটা বড় ক্ষতি তো বটেই, তবে ও না থাকলে আমাদের বিকল্প তো খুঁজে বের করতে হবে। ও ফিট থাকলে তো নিঃসন্দেহে ওকে স্বাগত জানাই। ভবিষ্যত নিয়ে ভাবনাচিন্তা করার জন্য যথেষ্ট সময় রয়েছে।'
আরও পড়ুন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের ফিফার সভাপতি নির্বাচিত হলেন ইনফান্তিনো