মোহালি: শনিবার মোহালির (Mohali) পাঞ্জাব ক্রিকেট সংস্থার (PCA) স্টেডিয়ামে তাঁকে দেখে চমকে উঠেছিলেন অনেকে।
মাথায় সেই বিখ্যাত ব্যান্ডানা। কালো হেয়ারব্যান্ড। পিছনে ফাঁস দেওয়া অংশটা দুদিকে বেশ কিছুটা করে ঝুলে রয়েছে। ব়্যাম্বো (Rambo) সিরিজে কিংবদন্তি অভিনেতা সিলভেস্টার স্ট্যালোনকে যে ভাবে দেখেছিল বিশ্ব।
মোহালিতে ভারতীয় ক্রিকেটারকে দেখে সোশ্যাল মিডিয়ায় বলাবলি শুরু হয়ে গেল, হলিউডের বিখ্যাত চরিত্রের অনুকরণ করেই কি নতুন এই ব্যান্ডানা পরেছেন?
তিনি রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে বল করার সময় যাঁর কালো ব্যান্ডানা নজর কেড়ে নিল সকলের। সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চা। জাডেজার নতুন স্টাইল স্টেটমেন্টের প্রশংসাই করলেন সকলে।
বলা হচ্ছে, ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) ওয়ান ডে সিরিজ় বিশ্বকাপের চূড়ান্ত ড্রেস রিহার্সাল। যেখানে দুই দলই নিজেদের শক্তি-দুর্বলতা জরিপ করে নিতে পারবে। আর সেই মহড়ার প্রথম অধ্যায়ে ফুল মার্কস পেয়ে পাশ করল ভারত। মোহালিতে প্রথম ওয়ান ডে ম্যাচে অস্ট্রেলিয়াকে হেলায় ৫ উইকেটে হারাল টিম ইন্ডিয়া। সেই সঙ্গে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ে ১-০ এগিয়ে গেল ভারত।
লক্ষ্য ২৭৭ রানের। রান তাড়া করতে নেমে শুরুতেই ভারতের কাজ সহজ করে দেন দুই ওপেনার শুভমন গিল ও রুতুরাজ গায়কোয়াড়। ৭৭ বলে ৭১ রান করে অ্যাডাম জাম্পার বলে এলবিডব্লিউ হন রুতুরাজ। গিল ছিলেন আরও আগ্রাসী মেজাজে। ৬৩ বলে ৭৪ রান করেন তিনি। গিলও জাম্পার শিকার। ওপেনিং জুটিতে দুজনে ২১.৪ ওভারে ১৪২ রান যোগ করেন। তবে মাঝে ৯ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে বসে ভারত। কিছুটা চাপও তৈরি হয়। শ্রেয়স আইয়ার চোট সারিয়ে এই ম্যাচে খেলেছেন। ফিল্ডিং করার সময় ডেভিড ওয়ার্নারের লোপ্পা ক্যাচ ফেলে দেন। ব্যাট হাতেও ব্যর্থ। মাত্র ৩ করে রান আউট হয়ে যান তিনি। ঈশান কিষাণও ১৮ রান করে ফেরেন। একটা সময় ১৮৫/৪ হয়ে যায় ভারত। অস্ট্রেলিয়া শিবির তখন প্রত্যাঘাতের স্বপ্নে বুঁদ।
তবে সেই স্বপ্ন ভেঙে তছনছ করে দেন সূর্যকুমার যাদব ও কে এল রাহুল। এই সিরিজ সূর্যর অগ্নিপরীক্ষা মনে করা হচ্ছে। ওয়ান ডে ক্রিকেটে তাঁর হতশ্রী ফর্ম নিয়েও বিস্তর আলোচনা। যদিও ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছিলেন, দল সূর্যর পাশে রয়েছে। সেই আস্থার মর্যাদা রাখলেন মুম্বইয়ের ক্রিকেটার। ৪৯ বলে ৫০ রান করে দলের চাপ কাটালেন। অপরাজিত ৫৮ রান করে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন রাহুল।
আরও পড়ুন: কোন মন্ত্রে মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ উইকেট, ফাঁস করলেন শামি
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন