নাগপুর: ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ নিয়ে অনুরাগীদের মধ্যে প্রবল উত্তেজনা ছিল। তবে সিরিজের প্রথম টেস্ট আড়াই দিনেই শেষ হয়ে গেল। ভারতীয় দলের কাছে এক ইনিংস ও ১৩২ রানে পরাজিত হল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ১৭৭ রানে অল আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও তাসের ঘরের মতো ভেঙে পড়ল অজি ব্যাটিং লাইন আপ। মাত্র ৯১ রানে অল আউট হয়ে যান স্টিভ স্মিথরা। পরাজয়ের পর দলের ব্যাটারদের দিকেই আঙুল তুললেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।


রোহিতের প্রশংসা


ম্যাচ শেষে কামিন্স বলেন, 'অনেক সময়ই ম্যাচে খুব দ্রুতই ঘটনা ঘটতে থাকে। ভারত খুবই ভাল খেলেছে। স্পিন সহায়ক পিচে ওদের স্পিনারদের বিরুদ্ধে ব্যাট করাটা বরাবরই কঠিন, তবে এই পিচেই রোহিত কিন্তু নিজের দক্ষতা প্রদর্শন করেছেন। প্রথম ইনিংসে উইকেটে বল ঘুরছিল, তবে সত্যি বলতে তাতে ব্যাট করা যাচ্ছিল না, এমনটা কিন্তু নয়। প্রথম ইনিংসে যদি আরও ১০০ রান মতো করতে পারতাম, তাহলে হয়তো ওদের আরেকটু চাপে ফেলতে পারতাম।'


ব্যাটারদের সমালোচনা


এরপরেই তিনি সরাসরি ব্যাটারদের সমালোচনা করে বলেন, 'এই পরিবেশে সিরিজ শুরু করাটা বরাবরই কঠিন। প্রথম ইনিংসে আমাদের তিন, চার জন্য ব্যাটার ক্রিজে সেট হয়ে গিয়েছিলেন। সেট হওয়ার পর ওদের থেকে তো বড় ইনিংসের প্রত্য়াশা ছিলই, কিন্তু তেমনটা হল কই। টড মার্ডি অবশ্য বল হাতে নিজের অভিষেক ম্যাচেই দারুণ বোলিং করেছে। প্রচুর ওভারও বল করেছে ও।'


জাডেজার শাস্তি


ভারত অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচের (IND vs AUS 1st Test) মাধ্যমেই পাঁচ মাস পরে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটান রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। ম্যাচে অনবদ্য পারফর্ম করে জাডেজা ম্যাচ সেরাও হন। তবে প্রত্যাবর্তন ম্যাচেই বিতর্ক। ম্যাচের প্রথম দিনেই জাডেজাকে খেলা চলাকালীন আঙুলে এক ধরনের ক্রিম লাগাতে দেখা যায়। সেই নিয়ে কম জলঘোলা হয়নি। এবার এই ঘটনার জেরে কড়া শাস্তিও পেলেন ভারতের তারকা অলরাউন্ডার।


আম্পায়ারকে না জানিয়ে ম্যাচের মাঝে বোলিং আঙুলে ক্রিম লাগানোর জন্য ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির তরফে জাডেজাকে এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। এখানেই শেষ নয়, কাটা যায় তাঁর ম্যাচ বাবদ প্রাপ্ত বেতনের ২৫ শতাংশও। তবে অজি মিডিয়ার দাবিকে নস্যাৎ করে দেয় আইসিসি। অজি মিডিয়ার একাংশ দাবি করেছিল যে বল বিকৃত করার লক্ষ্যেই জাডেজা তাঁর আঙুলে ওই ক্রিম ব্যবহার করেছিলেন। আইসিসি নিশ্চিত যে এমন কোনও ঘটনা ঘটেনি। প্রথম টেস্টে উপস্থিত আইসিসির প্রতিনিধিরা বলের পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেন যে জাডেজা কোনওভাবেই বল বিকৃত করেননি।


আরও পড়ুন: ভোলেননি ঋণ, কামব্যাক ম্যাচে সেরা হয়ে এনসিএ কর্মীদের ধন্যবাদ জানালেন জাডেজা