নাগপুর: বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম টেস্টের আগে (IND vs AUS 1st Test) ভারতীয় একাদশে কেএল রাহুল (KL Rahul) না ফর্মে থাকা শুভমন গিল, কে সুযোগ পাবেন সেই নিয়ে প্রবল জল্পনা ছিল। শেষমেশ রোহিত শর্মার সঙ্গে ওপেনার হিসাবে কেএল রাহুলকেই ভারতীয় টিম ম্যানেজমেন্ট সুযোগ দেয়। তবে রাহুল ব্যাট হাতে ২০ রানের বেশি করতে পারেননি। এরপরেই দলের বিরুদ্ধে স্বজনপোষণের গুরুতর অভিযোগ তুললেন প্রাক্তন ভারতীয় পেসার তথা বোলিং কোচ বেঙ্কটেশ প্রসাদ (Venkatesh Prasad)।


সাধারণ পারফরম্যান্স


৪৬টি টেস্ট ম্যাচের পর কেএল রাহুলের ব্যাটিং গড় মাত্র ৩৪.০৭। প্রসাদ রাহুলের ব্যাটিং গড়ের দিকে ইঙ্গিত করে পক্ষপাতের অভিযোগ তোলেন। তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি পোস্টে লেখেন, 'কেএল রাহুলের প্রতিভা এবং ওর ব্যাটিং দক্ষতা নিয়ে আমার কোনও সন্দেহ নেই। তবে দুর্ভাগ্যবশত ওর পারফরম্যান্স খুবই সাধারণ। ৪৬ ম্যাচ ও আন্তর্জাতিক ক্রিকেটে আট বছর পর ৩৪-র গড় ভীষণই সাধারণ। আর কাউকে এর পরেও এত সুযোগ দেওয়া হয়েছে বলে আমার মনে পড়ছে না। রাহুল পারফরম্যান্সের ভিত্তিতে নয়, স্বজনপোষণের ফলেই দলে সুযোগ পাচ্ছেন।'


চুক্তি হারানোর ভয়


বেঙ্কটেশের মতে শুভমন গিল, সরফরাজ খানদের মতো ফর্মে থাকা ব্যাটাদের রাহুলের আগে সুযোগ দেওয়া প্রয়োজন। পাশাপাশি রাহুলকে সহ-অধিনায়ক পদ থেকে সরিয়ে আর অশ্বিনকে সেই দায়িত্ব দেওয়ার পরামর্শও দেন প্রসাদ। প্রাক্তন ভারতীয় বোলিং কোচের আরও দাবি যে প্রাক্তনীরা আইপিএলের চুক্তি হারানোর ভয়েই নাকি এই ঘটনা নিয়ে মুখ খুলতে চান না।


'বহু প্রাক্তন ক্রিকেটারদের এই বিষয়ে চুপ থাকার অন্যতম কারণ হল আইপিএল চুক্তি হরানোর ভয়। ওঁরা কেউই একটি ফ্রাঞ্চাইজির অধিনায়কের সমালোচনা করতে চায় না, কারণ আজকালকার দিনে হ্যাঁ তে হ্যাঁ মেলানোর লোকই চারিদিকে। আগেরকার দিনে কেউ কারুর ভাল চাইলে প্রয়োজনে অপরজনের ভুলটা ধরিয়ে দিতে দ্বিধা করত না। তবে সময় বদলেছে। আজ আর কেউ সত্যিটা শুনতে আগ্রহী নয়।' বিস্ফোরক দাবি বেঙ্কটেশ প্রসাদের।


 



 


আরও পড়ুন: আড়াই দিনেই শেষ টেস্ট, হেরে ব্যাটারদের দিকেই আঙুল তুললেন কামিন্স