নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) প্রথম টেস্টে ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হন কেএল রাহুল (KL Rahul)। বেশ কয়েকদিন ধরেই ফর্মে নেই দলের তারকা ব্যাটার। এর ফলে দ্বিতীয় টেস্টের আগে তাঁর একাদশে জায়গা পাওয়া নিয়েও যথেষ্ট প্রশ্নচিহ্ন ছিল। তবে ভারতীয় ম্যানেজমেন্ট ফের একবার তাঁর ওপরেই ভরসা রেখেছে। সেই ভরসার দাম ব্যাট হাতে তিনি কতটা দিতে পারবেন, সেটা সময়ই বলবে, তবে ফিল্ডিংয়ে কিন্তু দুরন্ত এক ক্যাচ ধরলেন রাহুল।


দুরন্ত ক্য়াচ


ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে অজি টপ অর্ডার খুব বেশি রান করতে পারেননি বটে। তবে উসমান খাওয়াজা (Usman Khawaja) কিন্তু ব্যাট হাতে এক দারুণ ইনিংস খেললেন। ৮১ রান করেন খাওয়াজা। তিনি শতরানের দিকে দ্রুতই অগ্রসর হচ্ছিলেন। তবে রাহুলের দুরন্ত ক্যাচে থেমে গেল খাওয়াজার ইনিংস। রবীন্দ্র জাডেজার বলে রিভার্স স্যুইপ মারার চেষ্টায় ছিলেন খাওয়াজা। ব্যাটে বলে ভাল সংযোগও ঘটান তিনি। তবে পয়েন্টে দাঁড়িয়ে থাকা রাহুল বাজপাখির মতো ছো মেরে এক হাতে ক্যাচটি ধরে নেন। খাওয়াজা তো প্রথমে খানিকক্ষণ বিশ্বাসই করতে পারছিলেন না। চূড়ান্ত হতাশ হয়ে সাজঘরে ফেরেন তিনি।


 






জাডেজার নজির


ভারত ও অস্ট্রেলিয়া নয়াদিল্লিতে দ্বিতীয় টেস্টে (IND vs AUS 2nd Test) একে অপরের মুখোমুখি হচ্ছে। এই ম্যাচের প্রথম দিনের দ্বিতীয় সেশনেই এক অনন্য নজির গড়ে ফেললেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। দ্রুততম ভারতীয় হিসাবে টেস্ট ক্রিকেটে ২৫০ উইকেট ও ২৫০০ রান করার যুগ্ম নজির নামে করলেন ভারতের তারকা অলরাউন্ডার।


দ্বিতীয় টেস্টে সিংহভাগ অজি টপ অর্ডার ব্যাটাররা রান করতে ব্যর্থ হলেও, উসমান খাওয়াজা কিন্তু বেশ ভালই খেলছিলেন। তিনি শতরানের দিকে দ্রুত অগ্রসর হচ্ছিলেন। তবে তাঁর ইনিংস থামান জাডেজা। ৮১ রানে খাওয়াজাকে সাজঘরে ফেরান তিনি। এটিই তাঁর টেস্ট কেরিয়ারের ২৫০তম টেস্ট উইকেট। ৬২টি ম্যাচে ২৫০ উইকেট ও ২৫০০ রান করার যুগ্ম কৃতিত্ব নিজের নামে করেন জাডেজা। ভারতীয় তো বটেই, তিনি দ্রুততম এশিয়ান হিসাবেও এই মাইলফলক স্পর্শ করলেন। একমাত্র ইয়ান বোথামই জাডেজার থেকে কম ৫৫টি টেস্টে এই মাইলফলক স্পর্শ করেছেন।


জাডেজা ২৪.৪০ গড়ে ২৫০টি টেস্ট উইকেট নিয়েছেন। তিনি টেস্টে ১১ বার পাঁচ ও একবার ১০ উইকেট নিয়েছেন। অপরদিকে, জাডেজা ৩৭.০৪ গড়ে ২৫৯৩ রান করেছেন। জাডেজার থেকে দুই বেশি, ৬৪টি ম্যাচ খেলে এই মাইলফলক স্পর্শ করেছিলেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক ইমরান খান। তাঁর প্রবল প্রতিদ্বন্দ্বী তথা প্রাক্তন ভারতীয় অধিনায়ক কপিল দেব ৬৫ ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন।


আরও পড়ুন: শততম টেস্টে পূজারাকে 'গার্ড অফ অনার' দিয়ে স্বাগত জানালেন ভারতীয় সতীর্থরা