নয়াদিল্লি: দ্বিতীয় টেস্টের (IND vs AUS 2nd Test) দ্বিতীয় দিনের প্রথম সেশনে ন্য়াথন লায়নের দাপটে ভারতীয় দল কোণঠাসা হয়ে গিয়েছিল। তবে দ্বিতীয় সেশনে কিছুটা হলেও লড়াইয়ে ফিরল ভারতীয় দল। সৌজন্যে দুই পার্টনারশিপ। দ্বিতীয় সেশনে ২৭ ওভারে টিম ইন্ডিয়া তিন উইকেট হারিয়ে মোট ৯১ রান যোগ করে।
লায়নের নজির
লাঞ্চ বিরতিতে ভারতের স্কোর ছিল চার উইকেটের বিনিময়ে ৮৮ রান। চা বিরতিতে বর্তমানে ভারতের স্কোর ১৭৯/৭। ক্রিজে ভারতের হয়ে আর অশ্বিন (R Ashwin) ও অক্ষর পটেল (Axar Patel) লড়াই করছেন। অষ্টম উইকেটে তাঁরা ইতিমধ্যেই ৪০ রান যোগ করে ফেলেছেন। অশ্বিন ১১ ও অক্ষর ২৮ রানে ব্যাট করছেন। দ্বিতীয় সেশনের শুরুটা বিরাট কোহলি ও রবীন্দ্র জাডেজা ৫৯ রান যোগ করেন। তবে ১৪ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে ফের একবার চাপে পড়ে যায় ভারতীয় দল। জাডেজা ২৬ রান করেন। কোহলি আউট হন ৪৪ রানে।
কোহলিকে সাজঘরে ফিরিয়েই আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে নিজের প্রথম সাফল্য পান ম্য়াট কুনহেমান। তবে কোহলির আউট নিয়ে খানিকটা বিতর্কই তৈরি হয়। ব্যাট না প্যাড, কোথায় বলটি আগে লাগে সেই তৈরি হয় জট। কোহলি আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ডিআরএস নিলে দীর্ঘক্ষণ দেখার পর তৃতীয় আম্পায়ার মাঠের আম্পায়ারের সিদ্ধান্তকেই বহাল রাখেন। সাজঘরে ফিরেই কোহলিকে সতীর্থদের সঙ্গে এই বিষয়ে উত্তেজিত ভঙ্গিমায় কথা বলতেও দেখা যায়।
অক্ষর-অশ্বিনের লড়াই
কোহলির পরে ৬ রানে কেএস ভরতকে সাজঘরে ফিরিয়ে ভারতকে সপ্তম ধাক্কাটি দেন ন্যাথন লায়ন। ঘটনাক্রমে, এটি বর্ডার-গাওস্কর ট্রফিতে লায়নের শততম উইকেট। মাত্র তৃতীয় বোলার হিসাবে এই মাইলফলক স্পর্শ করলেন লায়ন। ভরতকে ফিরিয়েই এই ইনিংসে পাঁচ উইকেটও নিয়ে নেন লায়ন। এরপরেই অক্ষর ও অশ্বিনের লড়াই শুরু হয়। প্রথম ম্যাচেও অক্ষর ৮৪ রানের ইনিংস খেলেছিলেন। এই ম্যাচেও ফের একবার ব্যাট হাতে ভাল পারফর্ম করছেন তিনি। ভারতের ভাগ্য কিন্তু এই দুই অলরাউন্ডারের উপরেই নির্ভরশীল। ভারত চা বিরতির সময় অস্ট্রেলিয়ার থেকে এখনও ৮৪ রানে পিছিয়ে রয়েছে। প্রথম ইনিংসে ভারতকে লিড নিতে হলে এই দুই তারকার দীর্ঘক্ষণ ব্যাট করাটা ভীষণই জরুরি।
আরও পড়ন: অজি শিবিরে ফের ধাক্কা, দ্বিতীয় টেস্টের মাঝেই ম্যাচ থেকে ছিটকে গেলেন ওয়ার্নার, পরিবর্ত কে ?