IND vs AUS 2nd Test: পরপর ব্যর্থতা সত্ত্বেও রাহুলের পাশেই, কারণ খোলসা করলেন রোহিত

KL Rahul: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম দুই টেস্টে কেএল রাহুলের মোট সংগ্রহ মাত্র ৩৮ রান।

Continues below advertisement

নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টে মোট সংগ্রহ মাত্র ৩৮ রান। বারংবার কেএল রাহুলের (KL Rahul) ভারতীয় দলে (Indian cricket team) জায়গা পাওয়া নিয়ে উঠেছে প্রশ্ন। বেঙ্কটেশ প্রসাদের মতো প্রাক্তনীরা তো রীতিমতো রাহুলের পক্ষে পক্ষপাতের অভিযোগ পর্যন্ত তুলে দিয়েছেন। তবে পরপর ব্যর্থতা সত্ত্বেও কেএল রাহুলের পাশেই দাঁড়াচ্ছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর ব্যর্থতার জন্য কার্যত পিচকেই কাঠগড়ায় দাঁড় করালেন ভারতীয় অধিনায়ক।

Continues below advertisement

কঠিন পিচ

নয়াদিল্লিতে দ্বিতীয় টেস্টে শেষের পর রোহিত রাহুলের স্বপক্ষে যুক্তি দিয়ে বলেন, 'এমন পিচে প্রত্যেকটি ব্যাটারেরই রান করার ভিন্ন ভিন্ন প্রক্রিয়া থাকে। সেটা খুঁজে বের করাটা খুব জরুরি। একজন ব্যক্তিগতভাবে কেমন কী করছে সেই দিকে আমরা খুব একটা নজর দিই না। তার থেকে বরং দলগত পারফরম্যান্সেই আমাদের নজর থাকে। এই সিরিজটা আমাদের কাছে বিরাট গুরুত্বপূর্ণ। রাহুলের বিষয়ে আমার মতামত বলতে এটাই।'

গত বছরেও রাহুলের টেস্ট রেকর্ড একেবারেই আহামরি ছিল না। তিনি চারটি টেস্ট ম্যাচ খেলে ১৭.১২ গড়ে মাত্র ১৩৭ রান করেছিলেন। সর্বোচ্চ ৫০ রানের ইনিংস খেলেছিলেন ভারতের তারকা ব্যাটার। তাও রাহুলের স্বপক্ষে যুক্তি দিতে তাঁর অতীত পারফরম্যান্সেরই দোহাই দিলেন রোহিত। 'লর্ডসের ওই পিচে রাহুলের শতরানটি আমরা দেখা অন্যতম সেরা ইনিংস। ভারতেও দুই ম্যাচে দুরন্ত পারফর্ম করে দলকে জিতিয়েছিল ও। এগুলি ও কতটা দক্ষ সেটাই প্রমাণ করে। ওকে নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে। তবে আমাদের তরফ থেকে ওর জন্য বার্তাটা খুব স্পষ্ট। আমরা চাই ও যেন মাঠে নেমে নিজের খেলাটা স্বাধীনভাবে খেলতে পারে এবং সেরাটা দেয়। বছরের পর বছর ও তো এমনই খেলে এসেছে।' দাবি রোহিতের।

দলে রাহুল

সদ্যই অস্ট্রেলিয়াকে দ্বিতীয় টেস্ট ম্যাচে পরাজিত করে বর্ডার-গাওস্কর ট্রফি নিজেদের দখলে রাখতেই সক্ষম হয়েছে ভারতীয় দল। দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই সিরিজের শেষ দুই টেস্টের জন্য দল ঘোষণা করে দেওয়া হল।

রাহুল সিরিজের দুই টেস্টের তিন ইনিংসে যথাক্রমে ২০, ১৭ ও ১ রান করেন। ধারাবাহিকভাবে ব্যর্থতার পর একাদশ এবং দল থেকেও তাঁকে বাদ দেওয়ার জোরাল দাবি উঠেছে। তিনি তৃতীয় টেস্ট ম্য়াচের একাদশ থেকে বাদ পড়বেন কি না, সেটা সময়ই বলবে, তবে শেষ দুই ম্যাচের জন্য অন্তত স্কোয়াডে তাঁকে রাখা হল।  তবে রঞ্জি ট্রফির সেমিফাইনালে কর্ণাটকের হয়ে দ্বিশতরান হাঁকিয়েও সুযোগ পেলেন না রাহুলের বন্ধু ময়ঙ্ক অগ্রবাল। ভারতীয় স্কোয়াড জায়গা পাননি মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে আগুনে ফর্মে থাকা সরফরাজ খানও।

বাকি দুই টেস্টের দলে নেই যশব্রীত বুমরার নামও।  প্রথম দুই টেস্টে যে যশপ্রীত বুমরা খেলবেন না, তা ভারতীয় অধিনায়ক রোহিত আগেই জানিয়েছিলেন। শেষ দুই টেস্টেও বুমরার খেলা নিয়ে যথেষ্ট সংশয় ছিলই। সেই জল্পনাই সত্যি হল। ভারত-অস্ট্রেলিয়ার শেষ দুই টেস্টেও স্কোয়াডে বুমরার নাম নেই। অবশ্য দ্বিতীয় টেস্টের আগে রঞ্জি ফাইনাল খেলার জন্য জয়দেব উনাদকাট ছেড়ে দেওয়া হলেও, তিনি আবারও দলে ফিরছেন। শেষ দুই টেস্টে দলে রয়েছেন তিনি।

বাকি দুই টেস্টের দলে নেই যশপ্রীত বুমরার নামও।  প্রথম দুই টেস্টে যে যশপ্রীত বুমরা খেলবেন না, তা ভারতীয় অধিনায়ক রোহিত আগেই জানিয়েছিলেন। শেষ দুই টেস্টেও বুমরার খেলা নিয়ে যথেষ্ট সংশয় ছিলই। সেই জল্পনাই সত্যি হল। ভারত-অস্ট্রেলিয়ার শেষ দুই টেস্টেও স্কোয়াডে বুমরার নাম নেই। অবশ্য দ্বিতীয় টেস্টের আগে রঞ্জি ফাইনাল খেলার জন্য জয়দেব উনাদকাট ছেড়ে দেওয়া হলেও, তিনি আবারও দলে ফিরছেন। শেষ দুই টেস্টে দলে রয়েছেন তিনি।

আরও পড়ুন: প্রথম ম্যাচে নেতৃত্বে হার্দিক, অজিদের বিরুদ্ধে ওয়ান ডে দলে কোন ভারতীয় তারকারা সুযোগ পেলেন?

Continues below advertisement
Sponsored Links by Taboola