মুম্বই: এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে হাতে চোট পান অক্ষর পটেল (Axar Patel)। টুর্নামেন্টের ফাইনালেও খেলতে পারেননি তিনি। ভারত-অস্ট্রেলিয়ার ওয়ান ডে সিরিজের প্রথম দুই ম্যাচের তাঁকে দলে রাখা হয়নি। তৃতীয় ম্যাচের (IND vs AUS 3rd ODI) দলে ছিলেন তিনি। তবে চোটের কারণে সেই ম্যাচেও খেলা হচ্ছে না অক্ষরের। বিসিসিআইয়ের তরফে সরকারিভাবে কিছু জানানো না হলেও, একাধিক রিপোর্ট অনুযায়ী অক্ষর রাজকোটেও খেলতে পারবেন না।


সামনেই ৫০ ওভারের বিশ্বকাপ। সেই বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ জনের প্রাথমিক ভারতীয় দলে (Indian Cricket Team) ছিলেন অক্ষর পটেল। বিশ্বকাপ শুরু হতে আর হাতে গোনা কয়েকদিন বাকি রয়েছে। তার আগে এখনও অক্ষরের চোট না সারায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন টিম ইন্ডিরা অনুরাগীরা। বিশ্বকাপের আগে তিনি আদৌ ফিট হবেন কি না, সেই নিয়ে সংশয় রয়েছে। অক্ষর পটেল যদি ফিট না হতে পারেন, তবে সেক্ষেত্রে ভারতীয় দলে সুযোগ পাওয়ার লড়াইটা মূলত আর অশ্বিন এবং ওয়াশিংটন সুন্দরের মধ্যেই হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


অক্ষরের বদলে সুন্দর এশিয়া কাপের ফাইনালে ভারতীয় দলে ডাক পেয়েছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজেও ভারতীয় দলে রয়েছেন তিনি। তবে তেমন সুযোগ পাননি সুন্দর। অপরদিকে, দীর্ঘ ২০ মাস পরে ওয়ান ডে ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটিয়ে অশ্বিন কিন্তু বেশ ভালই পারফর্ম করেছেন। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ম্যাচে চার উইকেট নিয়ে ফেলেছেন অভিজ্ঞ ভারতীয় অফ স্পিনার। ইনদওরে সিরিজের দ্বিতীয় ওয়ান ডেতে তিন উইকেট নিয়ে রেকর্ডও গড়েছেন অশ্বিন।


কিংবদন্তি অনিল কুম্বলের রেকর্ড ভেঙেছেন অশ্বিন। তিনিই বর্তমানে ভারতীয় হিসাবে কোনও এক প্রতিপক্ষের বিরুদ্ধে সর্বোচ্চ উইকেটসংগ্রাহক (সব ফর্ম্যাট মিলিয়ে)। এতদিন পর্যন্ত অজ়িদের বিরুদ্ধে কুম্বলের ১৪২ উইকেটই কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে ভারতীয় হিসাবে সর্বাধিক উইকেট ছিল। কিন্তু অশ্বিনের দখলে রবিবারের ম্যাচের পর একই প্রতিপক্ষের বিরুদ্ধে বর্তমানে ১৪৪টি উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে। ইনদওরের পারফরম্যান্স যে অশ্বিনের আত্মবিশ্বাস বাড়াবে, তা বলাই বাহুল্য। অক্ষর ফিট না হলে বিশ্বকাপ দলে তিনি সুযোগ পান কি না, এবার সেটাই দেখার।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: বিশ্বকাপের আগেই বাড়ছে দলের ক্যাচ মিসের রোগ, তাও চিন্তিত হতে নারাজ রাহুল