ব্রিসবেন: সময়ে পৌঁছতে না পারার খেসারত দিতে হল যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal)। তাঁকে ছাড়াই বিমানবন্দরের দিকে রওনা হয়ে গেল ভারতের টিমবাস। যা নিয়ে বিতর্ক তৈরি হল অস্ট্রেলিয়ায়।


সময়মতো আসতে পারেননি যশস্বী। তাই অ্যাডিলেডে তাঁকে রেখেই বিমানবন্দরের দিকে রওনা দেয় ভারতীয় টিমবাস। পরে অবশ্য বিমানবন্দরে পৌঁছন যশস্বী। তবে আলাদা গাড়ি করে। অল্পের জন্য বিমান মিস করার মতো বিপত্তি এড়াতে পেরেছেন যশস্বী। ভারতীয় দলের বাকি সদস্যদের সঙ্গেই ব্রিসবেনের বিমান ধরেন তিনি। ব্রিসবেনে ১৪ ডিসেম্বর থেকে ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) তৃতীয় টেস্ট ম্যাচ। 


বুধবারই ব্রিসেবেনে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। আগামী শনিবার থেকে গাব্বায় ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট শুরু হবে। সেই টেস্টে খেলার জন্য বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় অ্যাডিলেডের টিম হোটেল থেকে ভারতের টিমবাস ছাড়ার কথা ছিল। সূত্রের খবর, নির্দিষ্ট সময়েই টিমবাস চলে আসে। বাসে উঠতে থাকেন রোহিত শর্মা, কে এল রাহুল, শুভমন গিল, মহম্মদ সিরাজ, নীতীশকুমার রেড্ডি, ধ্রুব জুরেল-সহ ভারতীয় ক্রিকেটারেরা। নীতীশ টিমবাসে ওঠার পরে ফের নেমে হোটেলে যান। পরে কিছু একটা নিয়ে বাসে উঠতে দেখা যায় তাঁকে।


ততক্ষণে ঘড়ির কাঁটা সাড়ে আটটা পেরিয়ে গিয়েছে। ভারতীয় বাস দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পরে ভারতীয় দলের নিরাপত্তা আধিকারিককে ফের টিম হোটেলে ঢুকতে দেখা যায়। হোটেলে ঢুকে যান ভারতীয় দলের ম্যানেজারও। 


আরও পড়ুন: আইপিএলে শাহরুখের সবচেয়ে দামি অস্ত্র, দুরন্ত পারফরম্যান্স করে দলকে তুললেন সেমিফাইনালে


সূত্রের খবর, এসব চলাকালীন বাস থেকে নেমে আসেন অধিনায়ক রোহিত শর্মা। বাসের পিছন দিকে কথা বলতে থাকেন ভারতীয় অধিনায়ক। তারপর তিনি বাসে উঠে যান। নির্ধারিত সময়ের প্রায় ২০ মিনিট পরে, সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ ভারতের টিমবাস ছেড়ে দেয়। তারও মিনিট পাঁচেক পরে যশস্বী ও ভারতীয় দলের নিরাপত্তা আধিকারিককে হোটেল থেকে বেরিয়ে আসতে দেখা যায়। তারপর তাঁরা একটি গাড়িতে বসে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন। অ্যাডিলেড বিমানবন্দর থেকে ব্রিসবেনের উদ্দেশে রওনা দেয় ভারতীয় দল। 


আরও পড়ুন: কোয়ার্টার ফাইনালে হার্দিক-ক্রুণালদের সামনে দৌড় শেষ বাংলার, ফের ট্রফি-শূন্য টুর্নামেন্ট


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।