সিডনি: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই ফের একবার ২২ গজের মহারণে নেমে ভারত ও অস্ট্রেলিয়া। চলতি বর্ডার-গাওস্কর ট্রফির শেষ ম্যাচে (IND vs AUS 5th Test) খেলতে নামছে দুই দল। আপাতত সিরিজ়ে ১-২ পিছিয়ে রয়েছে ভারতীয় দল। তাই এই ম্যাচের ওপর সিরিজ়ের ভাগ্য তো নির্ভরশীল বটেই, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ভাগ্যও অনেকাংশে নির্ভরশীল। এমন এক মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিঃসন্দেহেই ২২ গজ নিয়ে চর্চা হবেই।
ঠিক কেমন হবে সিডনির পিচ? ব্যাটাররা দাপট দেখাবেন না কি, স্পিনারদের স্বর্গরাজ্য হয়ে উঠবে এসসিজি, এই প্রশ্নই ক্রিকেটপ্রেমীদের মাথায় ঘোরাফেরা করছে। এবার সিডনির ২২ গজ কেমন হতে পারে, সেই নিয়ে মুখ খুললেন এসসিজির পিচ প্রস্তুতকারক অ্যাডাম লুইস। এসসিজির সোশ্যাল মিডিয়ার তরফে পোস্ট করে একটি ভিডিওতে লুইসকে বলতে শোনা যায়, 'আমরা ম্যাচ শুরুর আগে পিচ তৈরির একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজ সকালে পিচ থেকে কভার সরিয়ে ফেলা হয়েছে। প্রায় সাত মিলিমিটার পর্যন্ত ঘাস কেটে এবার পিচ রোল করা হবে। পিচটা দেখে বেশ সন্তুষ্টই লাগছে।'
তিনি আরও যোগ করেন, 'অল্প একটু জল দেব পিচে। সিডনিতে পরিবেশ এখন খুবই গরম, তাই পিচের উপরের দিকে যেটুকু আর্দ্রতা রয়েছে, আমরা সেটাকে রাখছি। কাল (আজ) আরেকটি হেভি রোলার চালাব পিচে, একটু রংটা বদলাবে। তারপরেই পিচ তিন তারিখের জন্য একেবারে প্রস্তুত হয়ে যাবে।'
এই ম্যাচটি ভারতীয় দলের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সেই ম্যাচের আগেই সাংবাদিক সম্মেলন ঘিরে উত্তাল ভারতীয় ক্রিকেটমহল। সাধারণত টেস্ট ম্যাচের আগের দিন অধিনায়কই সাংবাদিক বৈঠক করে থাকেন। কিন্তু এদিন সাংবাদিকদের সামনে রোহিতের বদলে কোচ গম্ভীর হাজির হন। তাই স্বাভাবিকভাবেই রোহিত সম্পর্কে প্রশ্ন উঠে। তবে রোহিতের ভবিষ্যৎ নিয়ে কোনও প্রশ্নের অবশ্য উত্তর দিতে চাননি গম্ভীর।
গম্ভীর বলেন, 'রোহিতের সব কিছু ঠিকই আছে। আমার মনে হয় না টেস্ট ম্যাচের আগের দিন অধিনায়কের সাংবাদিক বৈঠক করাটা কোনও রীতি। হেড কোচ এসেছে তো। তাতেই হবে। সেটাই যথেষ্ট।' রোহিতকে ধরেই কি পরিকল্পনা করা হচ্ছে? ফের এড়িয়ে যান গম্ভীর। বলেন, 'আমি যেমন বললাম, উইকেট দেখে আগামীকাল একাদশ ঘোষণা করা হবে।' আবারও একই প্রশ্ন করা হয় গম্ভীরকে। তিনি বলেন, 'আমার উত্তর একই থাকবে।' তবে আসন্ন টেস্টে যে চোটের কারণে আকাশ দীপ খেলতে পারবেন না, সেই বিষয়টি নিশ্চিত করে জানিয়ে দেন কোচ গম্ভীর।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: আতসকাচের তলায় কোচ গম্ভীরের পারফম্যান্সও, চ্যাম্পিয়ন্স ট্রফিই নির্ধারণ করবে ভবিষ্যৎ?