মেলবোর্ন: চলতি বছরের ডিসেম্বরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় খেলবে ভারত (IND vs AUS), তা আগেই নির্ধারিত ছিল। পাঁচ টেস্টের ভেন্যুও নির্ধারিত হয়ে গিয়েছিল। এবার বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) সূচিও প্রকাশ্যে এল। ২২ নভেম্বর পার্থে প্রথম টেস্ট দিয়ে সিরিজ় শুরু হবে। সিডনিতে ৭ জানুয়ারি পর্যন্ত টেস্ট সিরিজ় চলতে পারে।

১৯৯১/৯২ সালের গ্রীষ্মের পর এই প্রথমবার ফের একবার পাঁচ ম্যাচের বর্ডার-গাওস্কর ট্রফি খেলা হবে। পার্থে প্রথম টেস্ট ম্যাচের পর দিনরাতের দ্বিতীয় টেস্ট ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে আয়োজিত হবে। সিরিজ়ের তৃতীয় টেস্ট ১৪ ডিসেম্বর থেকে ব্রিসবেনে। প্রথা মেনে ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নেই বসবে বক্সিং ডে টেস্টের আসর। সিরিজ়ের শেষ টেস্ট ম্যাচ আয়োজিত হবে আরেক ঐতিহাসিক স্টেডিয়াম সিডনি ক্রিকেটল গ্রাউন্ডে। 

ভারত এবং অস্ট্রেলিয়াই শেষ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে একে অপরের মুখোমুখি হয়েছিল। এই সিরিজ় জিতলে পরের বছরের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও ফের একবার দুই দল নিজেদের জায়গা পাকা করার দিকে অনেকটাই এগিয়ে যাবে। ঘটনাক্রমে ২০১৭ সাল থেকে ভারতের দখলেই বর্ডার-গাওস্কর ট্রফি থাকলেও, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে শেষ হাসিটা কিন্তু প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দলই জিতেছিল। 

 

ভারতের পাশাপাশি পড়শি দেশ পাকিস্তানও এই গ্রীষ্মে অস্ট্রেলিয়া সফরে যাবে। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের ঠিক আগে, নভেম্বরের শুরুর দিকেই সীমিত ওভারের সিরিজ় খেলবেন বাবর আজমরা। অজিভূমে পাকিস্তানের তিনটি করে টি-টোয়েন্টি এবং ওয়ান ডে ম্যাচ খেলার কথা। প্রসঙ্গত, ভারতীয় পুরুষ দল যেই সময় অস্ট্রেলিয়া সফরে যাবে, সেই সময়ই মহিলা দলেরও অস্ট্রেলিয়া সফর করার কথা। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে যে সূচি প্রকাশ করা হয়েছে, সেই সূচি অনুযায়ী হরমনপ্রীত কৌররা ৫ ডিসেম্বর থেকে অ্যালিসা হিলিদের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ে মুখোমুখি হবেন। ব্রিসবেন এবং পার্থে ম্যাচগুলি আয়োজিত হবে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: শাস্ত্রীকেই খোঁচা? টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে কী বললেন বিরাট?