IND vs AUS LIVE: বোলারদের ভেল্কির পর কোহলি-রাহুলের ব্যাটের শাসন, ৬ উইকেটে জিতে কাপ অভিযান শুরু ভারতের
India vs Australia Live Score, World Cup 2023: ৫২ বল বাকি থাকতে অস্ট্রেলিয়ার রান তাড়া করে জয় ভারতের।
১১৫ বলে ৯৭ রানে অপরাজিত রইলেন কে এল রাহুল। ৪১.২ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ ভারতের। ৬ উইকেটে ম্যাচ জিতল ভারত।
১১৬ বলে ৮৫ রান করে হ্যাজলউডের বলে ফিরলেন বিরাট কোহলি। ৭৫ রানে ক্রিজে রাহুল। ৩৭.৪ ওভারে ভারতের স্কোর ১৬৭/৪।
ধীরে ধীরে জয়ের পথে এগােচ্ছ ভারত। ৩২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৭ রান বোর্ডে তুলে নিল ভারত।
৭২ বলে হাফসেঞ্চুরি কে এল রাহুলের। ২৮ ওভারের শেষে ভারতের স্কোর ১১৬/৩।
৭৫ বলে পঞ্চাশ পূর্ণ করলেন কোহলি। ২৬ ওভারের শেষে ভারতের স্কোর ১০০/৩।
২৩ ওভারের শেষে ভারতের স্কোর ৯০/৩। ম্যাচ জিততে ২৭ ওভারে আর ১১০ রান চাই ভারতের।
১৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বোর্ডে ৪৯ রান তুলে নিল ভারত। ক্রিজে রয়েছেন বিরাট ও রাহুল।
ব্যক্তিগত ১২ রানের মাথায় হ্যাজলউডের বলে কোহলির ক্যাচ ফেললেন মিচ মার্শ। ৮ ওভারের শেষে ভারতের স্কোর ২১/৩।
দ্বিতীয় ওভারে রোহিত শর্মাকে (০) তুলে নিয়ে জোর ধাক্কা জশ হ্যাজলউডের। সেই ওভারেই শ্রেয়স আইয়ারকেও (০) ফেরালেন তিনি। ২ ওভারের শেষে ভারতের স্কোর ২/৩।
প্রথম ওভারেই ঈশান কিষাণকে তুলে নিলেন মিচেল স্টার্ক। কোনও রান না করে ফিরলেন তিনি। ১ ওভারের শেষে ভারতের স্কোর ২/১।
৪৯.৩ ওভারে ১৯৯ রানে অল আউট হয়ে গেল অস্ট্রেলিয়া। ৩ উইকেট জাডেজার। ২টি করে উইকেট যশপ্রীত বুমরা ও কুলদীপ যাদবের।
২০ বলে ৬ রান করে হার্দিক পাণ্ড্যর বলে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে ফিরলেন অ্যাডাম জ়াম্পা। ৪৯ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৯৫/৯।
যশপ্রীত বুমরার বলে লং অনে শ্রেয়স আইয়ারের হাতে ধরা পড়লেন প্যাট কামিন্স (১৫ রান)। ৪৩ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৬৮/৮।
প্রথম উইকেট অশ্বিনের। তাঁর বলে কাট করতে গিয়ে শর্ট ব্যাকওয়ার্ড পয়েন্টে হার্দিক পাণ্ড্যর হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ক্যামেরন গ্রিন (৮ রান)। ৩৭ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৪০/৭।
গ্লেন ম্যাক্সওয়েলকে বোল্ড করে দিলেন কুলদীপ যাদব। ২৫ বলে ১৫ রান করে ফিরলেন ম্যাড ম্যাক্স। ৩৬ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৪০/৬।
৩৩ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৩১/৫। গ্লেন ম্যাক্সওয়েল ১১ রানে ও ক্যামেরন গ্রিন ৩ রানে ক্রিজে।
দুরন্ত জাডেজা। গত ওভারে স্মিথকে ফেরানোর পর এবার তাঁর শিকার মার্নাস লাবুশেন ও অ্যালেক্স ক্যারি। ২৭ রানে আউট হলেন লাবুশেন। খাতা খোলার আগেই ফিরলেন ক্যাকি। ১১৯ রানে পঞ্চম উইকেট হারাল অস্ট্রেলিয়া।
জাডেজার স্বপ্নের বলে অর্ধশতরানের দোরগোড়া থেকে ফিরতে হল স্টিভ স্মিথকে। ৪৭ রানে আউট হলেন তারকা অজি। ২৯ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১১৮/৩।
৪২ রানে ক্রিজে রয়েছেন স্টিভ স্মিথ। মার্নাশ লাবুশেন ১৪ রানে ক্রিজে। ২৪ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৯৮/২।
ভারতকে কাঙ্খিত সাফল্য এনে দিলেন ভাঙল স্মিথ-ওয়ার্নারের ৬৯ রানের পার্টনারশিপ। কুলদীপের বলে তাঁরই হাতে ক্যাচ দিয়ে ৪১ রানে ফিরলেন ওয়ার্নার।
পার্টনারশিপ গড়ে তুলছেন ডেভিড ওয়ার্নার (২৬ ব্যাটিং) ও স্টিভ স্মিথ (২৮ ব্যাটিং)। ১২ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৫৪/১।
নতুন বলে ভারতীয় ফাস্ট বোলারদের দৌরাত্ম্যে খানিকটা চাপেই রয়েছে অস্ট্রেলিয়া। ওয়ার্নার এবং স্মিথ একটু দেখেশুনে ব্যাট করছেন। ৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৬/১।
নতুন বল হাতে মহম্মদ সিরাজ ও যশপ্রীত বুমার ভারতের হয়ে শুরুটা বেশ ভালই করেছেন। ম্যাচের তৃতীয় ওভারেই দলকে সাফল্য এনে দিলেন বুমরা। শূন্য রানে ফিরলেন মিচেল মার্শ। পাঁচ রানে প্রথম উইকেট হারাল অস্ট্রেলিয়া।
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। ভারতীয় দলে নেই গিল। সুযোগ পেলেন ঈশান কিষাণ, আর অশ্বিন।
সাম্প্রতিক সময়ে ভারতের একাধিক ম্যাচ বৃষ্টির জেরে ব্যাহত হয়েছে। তবে এই ম্যাচে তেমন হওয়ার সম্ভাবনা কার্যত নেই বললেই। মাত্র ১০ শতাংশ বৃষ্টির পূর্বাভারস রয়েছে।
খবর অনুযায়ী, ভারতীয় টিম বাসে শুভমন গিলকে দেখা যায়নি। তিনি মাঠেই আসেননি। রোহিত, রাহুল শেষবেলা পর্যন্ত তাঁর ম্যাচে খেলা বা না খেলা নিয়ে কিছু না বললেই, মনে হচ্ছে ডেঙ্গি আক্রান্ত গিল খেলতে পারবেন না।
প্রেক্ষাপট
চেন্নাই: এক দল এই মুহূর্তে ওয়ান ডে-তে বিশ্বের সেরা। আর এক দল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন। রবিবার বিশ্বকাপে (ODI World Cup 2023) একে অপরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করছে সেই ভারত ও অস্ট্রেলিয়া (Ind vs Aus)। এক অমোঘ প্রশ্ন নিয়ে যে ম্যাচের দিকে তাকিয়ে রয়েছেন আপামর ক্রিকেটপ্রেমীরা।
ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে কি গ্যালারি ভরবে? বিশ্বকাপের আঁচ কি এবার সত্যিই টের পাওয়া যাবে? শনিবার রাত পর্যন্ত বিশ্বকাপে চারটি ম্যাচ হয়ে গিয়েছে। যার মধ্যে ইংল্যান্ড বনাম নিউজ়িল্যান্ড, দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কার মতো বড় দলের ম্যাচও হয়ে গিয়েছে। কিন্তু গ্যালারি ভরছে কই? মেরেকেটে হাজার পাঁচ-সাতেক লোক হচ্ছে প্রত্যেক ম্যাচে। যে ছবি দেখে প্রশ্ন উঠে গিয়েছে, ভারতের মতো ক্রিকেটপাগল দেশে এই দৃশ্য কি অশনি সংকেত? টি-টোয়েন্টি, টি-টেন ক্রিকেটের যুগে ওয়ান ডে ক্রিকেট কি তবে বিলুপ্তির ভয় ধরাচ্ছে?
সব আশঙ্কা দূর হয়ে যেতে পারে যে ম্য়াচে, তা হল ভারত বনাম অস্ট্রেলিয়া। অন্যতম ফেভারিট টিম ইন্ডিয়া নামছে ঘরের মাঠে। রবিবার চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়াম কানায় কানায় ভরে যেতে পারে। আর সেই ছবি অক্সিজেন দিতে পারে গোটা টুর্নামেন্টকে।
তবে ভারতের সামনে অগ্নিপরীক্ষা কারণ, এই প্রথম দেশের মাটিতে কোনও বিশ্বকাপে ফেভারিট হিসাবে নামছে ভারতীয় দল। ২০১১ সালে শেষ যেবার ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির ভারত, সেবারও ট্রফি জয়ের ব্যাপারে ফেভারিত ছিল না টিম ইন্ডিয়া। সেদিক থেকে রোহিত শর্মাদের লড়াই করতে হবে প্রত্যাশার পাহাড়প্রমাণ চাপের বিরুদ্ধেও।
অস্ট্রেলিয়ার ক্রিকেটে সেই ঝাঁঝ এখন আর নেই। ১৯৯৯, ২০০৩ বা ২০০৭ সালের সেই দোর্দণ্ডপ্রতাপ অজ়ি দল এখন অতীত। তার ওপর পূর্ণশক্তির অস্ট্রেলিয়া দলও নেই। স্পিন আক্রমণ সাদামাটা। তবু অস্ট্রেলিয়া সেমিফাইনালে না উঠলে তা বিস্ময়কর হবে। টুর্নামেন্টে এত কঠিন প্রতিপক্ষ ভারতীয় দল খুব একটা পাবে না। অস্ট্রেলিয়াকে হাল্কাভাবে নেওয়ার ভুল করতে চাইবে না ভারতীয় দলও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -