চেন্নাই: বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার আগে ডেঙ্গি আক্রান্ত শুভমন গিলকে (Shubman Gill) নিয়েই সবচেয়ে বেশি উদ্বেগে ভারতীয় শিবির (Ind vs Aus)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রবিবার তাঁর খেলার সম্ভাবনা নেই বললেই চলে। এমনকী, চেন্নাইয়ে খোঁজ নিয়ে জানা গেল, আফগানিস্তানের বিরুদ্ধে পরের ম্যাচেও হয়তো খেলতে পারবেন না তরুণ ওপেনার। ১৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় ম্যাচ খেলবে ভারত। সেই ম্যাচে গিলকে পাওয়া যাবে কি না, তা নিয়েও সংশয় তৈরি হয়ে গিয়েছে।
গিলের পরিবর্তে ওপেনার হিসাবে খেলতে পারেন ঈশান কিষাণ। যাঁকে প্রথম একাদশে বিশ্বকাপের শুরুর দিকে অন্তত ভাবা হচ্ছিল না। তিনি বড় রান করে দিলে কী হবে, তা নিয়েও ধন্দ থাকছে। রোহিতের সঙ্গে কে এল রাহুলকে ওপেন করানো হবে কি না, তা নিয়েও চর্চা চলছে। আইপিএলে নিয়মিতভাবে ওপেন করেন রাহুল। তবে ঈশান নিজে ওপেনার হিসাবে খেলতে স্বচ্ছন্দ বোধ করেন। অন্যদতিকে রাহুল পাঁচ নম্বরে নেমে রান পাচ্ছেন। তাই হয়তো গিল না পারলে ঈশানই ওপেনার।
ভারতের ব্যাটিং অর্ডারের তিন থেকে সাত মোটামুটি নিশ্চিত। তিনে বিরাট কোহলি, চারে শ্রেয়স আইয়ার, পাঁচে কে এল রাহুল, ছয়ে হার্দিক পাণ্ড্য ও সাতে রবীন্দ্র জাডেজা। প্রশ্ন রয়েছে বোলিং কম্বিনেশন নিয়ে। তিন স্পিনার খেলানো হলে জাডেজার সঙ্গী কুলদীপ যাদব ও আর অশ্বিন। সেক্ষেত্রে দুই পেসার হয়তো যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ। দুই স্পিনার খেলানো হলে অশ্বিনের পরিবর্ত হিসাবে খেলতে পারেন মহম্মদ শামি। যদিও সেই সম্ভাবনা প্রথম ম্যাচে খুবই ক্ষীণ।
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (উইকেটকিপার), হার্দিক পাণ্ড্য (সহ অধিনায়ক), রবীন্দ্র জাডেজা, আর অশ্বিন, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার, মিচ মার্শ, স্টিভ স্মিথ, মার্নাশ লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন/মার্কাস স্টোইনিস, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও অ্যাডাম জাম্পা।
আরও পড়ুন: ODI World Cup Exclusive: বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণ দেখতে আমদাবাদে যাবেন সৌরভ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন