মুম্বই: পরপর ২ বার অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে সিংহ শিকার করে ফিরেছে ভারত (India vs Australia)। পরপর ২ বার অস্ট্রেলিয়ার মাটি থেকে টেস্ট সিরিজ জিতে ফিরেছে টিম ইন্ডিয়া। এবার কি হ্যাটট্রিক হবে?


ভারতীয় দলের প্রাক্তন কোচ তথা ক্রিকেটার রবি শাস্ত্রী (Ravi Shastri) অন্তত মনে করেন, ঐতিহাসিক হ্যাটট্রিকের সুবর্ণ সুযোগ রয়েছে। ভারতের বোলিং যে দলের সবচেয়ে বড় সম্পদ, সাফ জানিয়েছেন শাস্ত্রী।


২০১৫ সালে শেষবার ঐতিহ্যশালী বর্ডার-গাওস্কর ট্রফি জিতেছিল অস্ট্রেলিয়া। তারপর থেকে ট্রফি রয়েছে ভারতের দখলেই। যার মধ্যে দুবার অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে টেস্ট সিরিজ জিতেছে ভারত। 


আইসিসি-র ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে ভারতকে এবারও এগিয়ে রেখেছেন শাস্ত্রী। বলেছেন, 'বুমরা ফিট থাকলে, মহম্মদ শামি ফিট হয়ে গেলে, সঙ্গে রয়েছে মহম্মদ সিরাজ। রয়েছে আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা। ভারতের বোলিং আক্রমণ এমন একটা বিভাগ, যাদের পারফরম্যান্স দেখার জন্য সকলে মুখিয়ে থাকে। বেঞ্চ স্ট্রেংথ খুব ভাল।' 


তবে মূল লড়াইটা বরাবরের মতো ভারতের ব্যাটিং বনাম অস্ট্রেলিয়ার বোলিংয়ের মধ্যে হতে চলেছে বলে পূর্বাভাস শাস্ত্রীর। বলেছেন, 'ভারতীয় ব্যাটিংয়ের সঙ্গে অস্ট্রেলিয়ার পেসারদের লড়াইয়ের ওপর দাঁড়িয়ে রয়েছে পুরো সিরিজের ভাগ্য।'


 






তবে অস্ট্রেলিয়া যে প্রতিশোধ নিতে মুখিয়ে থাকবে, জানেন শাস্ত্রী। বলেওছেন সে কথা। 'আমরা জানি অস্ট্রেলিয়া কী চায়। প্রতিশোধ। ওরা তৃষ্ণার্ত থাকবে। ভারতের গলা ধরে নাড়াতে চাইবে কারণ ঘরের মাঠে ওদের পরাজয় হজম করতে হয়েছিল।- একবার নয়, দুবার।' যোগ করেছেন, 'অস্ট্রেলিয়ার আক্রমণ এবারও একই আছে। সর্বকালের অন্যতম সেরা পেস বোলিং বিভাগ। অন্যতম সেরা অলরাউন্ডাররা রয়েছে দলে। সঙ্গে যোগ করুন নাথান লায়নকে। দীর্ঘদিনের মধ্যে অন্যতম সেরা। ওরা চাইবে ভারতের ২০টি উইকেট। ম্যাচের পর ম্য়াচ একই লক্ষ্য নিয়ে নামবে যাতে অস্ট্রেলিয়া সিরিজ জেতে।'                    


আরও পড়ুন: রঞ্জি ট্রফির প্রস্তুতিতে বিশেষ নকশা বাংলার, অভিষেক-মনদীপদের বিরুদ্ধে খেলবেন ঋদ্ধিরা?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।