সিডনি: শেষবেলায় পয়সাউশুল। সিরিজ়ের প্রথম দুই ম্যাচে ভারত হারলেও, সিডনিতে (IND vs AUS 3rd ODI) দুরন্তভাবে শেষ ম্যাচে জয় পেল ভার। জেতালেন দুই ভারতীয় মহাতারকা বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। অপরাজিত ১৬৮ রানের পার্টনারশিপে ভারতের জয় সুনিশ্চিত করেন তাঁরা। রোহিত শতরান হাঁকান, কোহলি অপরাজিত থাকেন ৭৪ রানে। অজ়িভূমে সম্ভবত নিজেদের শেষ ম্যাচ শেষে দুইজনেই স্মৃতির সাগরে ডুব দিলেন।
ম্যাচের পর সাক্ষাৎকারে রোহিতকে বলতে শোনা যায়, 'সবসময়ই এখানে আসা, খেলাটা আমরা উপভোগ করি। ২০০৮ সালে সেই প্রথমবার এসেছিলাম, সেই সফরের স্মৃতি আজও আমার মনে পড়ে। জানি না আর কোনদিনও অস্ট্রেলিয়ায় খেলব কি না। তবে আমরা ক্রিকেটে যাই অর্জন করি না কেন, এখনও আমরা ক্রিকেটটা উপভোগ করি। আর এখানে আমাদের জন্য উপস্থিত হওয়া সকল দর্শককে অসংখ্য ধন্যবাদ।'
তাঁর অপরাজিত ১২১ রানের ইনিংসের জন্য রোহিতকেই ম্য়াচ সেরা ঘোষণা করা হয়। ভারত সিরিজ় হারলেও ২০২ রান করে তিনিই সিরিজ় সেরার পুরস্কারও জেতেন। সিরিজ় না জেতায় আক্ষেপ তো রয়েইছে, তবে রোহিতের বিশ্বাস তরুণরা এই অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখতে পারবেন। তিনি বলেন, 'অস্ট্রেলিয়ায় কঠিন পরিবেশ হবে, ভাল বোলাররা বল করবেন, এটাই তো স্বাভাবিক। তাও সবটা বুঝে নিজেদের সেরাটা তো দেওয়া জরুরি। আমরা সিরিজ় জিততে পারিনি, তবে এই সিরিজ়ে অনেক ইতিবাচক জিনিসপত্র রয়েছে। তরুণ দল নিয়ে আমরা এসেছি, আশা করছি ওরা এই অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখবে। আমরা যখন দলে নতুন নতুন এসেছিলাম তখন সিনিয়াররা আমাদের কেমনভাবে সাহায্য করেছিল, তা আমরা মনে আছে। এবার আমাদের পালা।'
তিনি আরও যোগ করেন, 'অস্ট্রেলিয়ার মাটিতে খেলা তো সহজ নয়। আমাদের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে ওদের পরিকল্পনা তৈরিতে সাহায্য করাটা খুবই প্রয়োজনীয়। অস্ট্রেলিয়ায় সবসময় আমি প্রাথমিকভাবে যে যে জিনিসগুলিতে নজর দিতাম, সেই জিনিসগুলিতেই নজর দিই। এটাই আমায় পরবর্তী প্রজন্মের সঙ্গে ভাগ করে নিতে হবে। আমি নিজে অস্ট্রেলিয়ায় খেলাটা খুবই উপভোগ করি। সিডনিতেও আমার বেশ ভাল কিছু স্মৃতি রয়েছে। এখানকার পিচ ভাল, মাঠ এবং সমর্থকরাও খুব ভাল। আমি যেটা করি সেটা আমার ভালবাসার জিনিস এবং আশা করছি সেটা করতে থাকব।'