চেন্নাই: আশঙ্কাই সত্যি হল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) বিশ্বকাপে (ODI World Cup 2023) ভারতের প্রথম ম্যাচে নেই শুভমন গিল (Shubman Gill)। ভারতীয় দলে সুযোগ পেলেন ঈশান কিষাণ। তিনিই সম্ভবত রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে ওপেন করবেন। স্পিন সহায়ক চিদাম্বরমে তিন স্পিনার নিয়ে নামছে ভারত। রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদবের সঙ্গে একাদশে সুযোগ পেলেন আর অশ্বিনও (R Ashwin)। ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স।

  


রোহিত শর্মা জানান শুভমন গিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সকাল পর্যন্ত টিম ম্যানেজমেন্ট অপেক্ষা করেছে। তবে তরুণ ওপেনার কোনভাবেই ফিট হতে পারেননি। পাশাপাশি গিলের অনুপস্থিতিতে যে ঈশান কিষাণই তাঁর সঙ্গে ওপেন করতে নামবেন, সেকথাও স্পষ্ট করে দেন রোহিত। ভারতীয় অধিনায়ক বলেন, 'দুর্ভাগ্যবশত ও (গিল) সময়মতো সেরে উঠতে পারেনি। আমরা সকালবেলা পর্যন্ত অপেক্ষা করেই ওর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। ঈশানকে (কিষাণ) ওর বদলে সুযোগ দেওয়া হয়েছে। ওই ব্যাটিং ওপেন করবেন।'


চলছি বছরটা শুভমন গিলের জন্য স্বপ্নের মতোই কেটেছে। ওয়ান ডেতে পাঁচটি শতরান করার পাশাপাশি হাজার রানের গণ্ডিও পার করে ফেলেছেন তিনি। তবে তাঁর বদলি হিসাবে দলে সুযোগ পাওয়া ঈশান কিষাণের ওপেনার হিসাবে ওয়ান ডে রেকর্ড বেশ ঈর্ষণীয়। ঈশান ৫০ ওভারের ক্রিকেটে ৭৪.৭ গড়ে ৪৪৮ রান করেছেন। তাই গিল না খেললেও, তাঁর বদলি খেলোয়াড় কিন্তু একেবারেই দলকে দুর্বল করবেন না।


ঈশানের পাশাপাশি চিপকে নিজের ঘরের মাঠে ভারতীয় একাদশে সুযোগ পেয়েছেন আর অশ্বিনও। ১১ বছর পর ঘরের মাঠে ওয়ান ডে খেলবেন তারকা অফস্পিনার। পাকিস্তানের বিরুদ্ধে ২০১২ সালে শেষবার চিদাম্বরমে ৫০ ওভারের ম্যাচ খেলেছিলেন অশ্বিন। সেই ম্যাচে অবশ্য উইকেট পাননি তিনি। তবে চেন্নাইতে নিজের শেষ বিশ্বকাপ ম্যাচে বেশ সফল হয়েছিলেন তিনি। ২০১১ সালের বিশ্বকাপে এই মাঠেই ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে খেলে ৪১ রানে দুই উইকেট নিয়েছিলেন অশ্বিন। আজও নিজের থেকে এমনই পারফরম্যান্সের আশা করবেন অশ্বিন। পিচ থেকে তিনি কিন্তু মদতও পেতে পারেন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখার সুযোগ, ভারত-পাক ম্যাচের ১৪ হাজার টিকিটের বিক্রি আজ