লন্ডন: ফের এক আইসিসি নক আউট, আবারও স্বপ্নভঙ্গ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final 2023) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৯ রান পরাজিত হয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। এই পরাজয়ের ফলে ভারতের আইসিসি খেতাব জয়ের স্বপ্ন আরও দীর্ঘায়িত হয়েছে। ম্যাচ শেষে ব্যাটিং সহায়ক পিচে ভারতীয় দলের টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে। তবে দলের বোলিং করার সিদ্ধান্ত নিয়ে কিন্তু কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) কোনও আক্ষেপ নেই।
ম্যাচ শেষে ভারতের প্রাক্তন অধিনায়ক তথা রাহুল দ্রাবিড়ের প্রাক্তন সতীর্থ সৌরভ গঙ্গোপাধ্যায়ই (Sourav Ganguly) ভারত কেন প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিল, তা নিয়ে দ্রাবিড়কে প্রশ্ন করেন। সৌরভ জিজ্ঞেস করেন, 'রাহুল আমি তোমার সঙ্গে প্রচুর ক্রিকেট খেলেছি, তুমি ভারতীয় দলের হয়ে অনেক ম্যাচে অধিনায়কত্ব করেছ। আমরা তো সবসময়ই বলতাম যে আমরা ম্যাচের শুরুর দিকে চাপ নিতে রাজি, যাতে ম্যাচের পঞ্চম দিনে গিয়ে চাপের সম্মুখীন হতে না হয়। এই টেস্টে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেওয়া কারণ কী?'
জবাবে দ্রাবিড় বলে পরিবেশের কথা বিচার বিবেচনা করেই ভারতীয় দল প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। তিনি বলেন, 'চাপের বিষয়টা এখানে ছিল না। আমরা মেঘাচ্ছন পরিবেশ এবং পিচে ঘাস দেখেই প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমাদের মনে হয়েছিল এই পিচে পরবর্তীকালে সময় গড়ালে ব্যাটিং করাটা আরও সহজ হয়ে যাবে এবং সেটা হয়েওছে। ইংল্যান্ডে সাম্প্রতিক সময়ে প্রায় প্রতিটি দলই তো প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে।'
দ্রাবিড় মনে করছেন প্রথম দিনের শেষ দুই সেশনে ভারতীয় দল প্রচুর রান খরচ করে ফেলেছে, যা ম্যাচে পার্থক্য গড়ে দেয়। '৭০ রানে যখন অস্ট্রেলিয়া তিন উইকেট হারিয়ে ফেলেছিল, তখন আমাদের বল করার সিদ্ধান্তটা সঠিক বলেই মনে হচ্ছিল। তব পরের দুই সেশনে আমরা প্রচুর রান খরচ করে ফেলি। ওদের ৩০০ রানের মধ্যে অল আউট করতে পারলেও আমরা ম্যাচে টিকে থাকতাম। চতুর্থ ইনিংস ম্যাচ জেতার সম্ভাবনা থাকত। শেষ ইনিংসে ৩০০-৩২০ রান তাড়া করে ম্যাচ জিততেই পারতাম আমরা।' দাবি দ্রাবিড়ের। দুর্ভাগ্যবশত রেকর্ড ৪৪৪ রান তাড়া করতে নেমে ভারত ২৩৪ রানেই অল আউট হয়ে যায়।
এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: ঘন-লম্বা চুল পেতে বাড়িতেই করুন পরিচর্যা, চুলের যত্নে ব্যবহার করতে পারেন এই পাঁচ উপকরণ