নয়াদিল্লি: বর্তমান বিশ্বের সেরা ফাস্ট বোলার কে? প্রশ্নটা করে হলে হয়তো সিংহভাগ ক্রিকেটপ্রেমীর মুখে যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) নাম শোনা যাবে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে বুমরার এক মন্তব্যকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় বেশ খানিক শোরগোল শোনা যায়। বুমরার দাবি অনুযায়ী তিনিই সবথেকে ফিট ক্রিকেটার। কিন্ত সাম্প্রতিককালে তাঁর চোটআঘাতের দিকে ইঙ্গিত করে অনেকেই এই তাঁর এই মন্তব্য শুনে কটাক্ষ করতে ছাড়েননি। এবার বুমরার মন্তব্যের পরিপ্রেক্ষিতে নিজের মতামত জানালেন আর অশ্বিন (R Ashwin)। 


বুমরাকে ভারতীয় ক্রিকেট দলের 'কোহিনূর' বলে আখ্যা দেন অশ্বিন। তারকা ভারতীয় অলরাউন্ডার বলেন, 'যশপ্রীত বুমরা একজন ফাস্ট বোলার। নিয়মিত ১৪৫ কিমি প্রতি ঘণ্টায় বল করে ও। ও ভারতীয় ক্রিকেটের রত্ন। ভারতীয় ক্রিকেটের কোহিনূর হীরা। ও যা খুশি বলতে পারে। কপিল দেবের পরে ভারতবর্ষে বুমরার থেকে বড় আর কোনও বোলার এসেছেন কি?'


দীর্ঘ চোটআঘাত সমস্যার সমাধান ঘটিয়ে ২০২৩ সালের বিশ্বকাপের আগে জাতীয় দলে ফেরেন বুমরা। তারপর থেকে তিনি অনবদ্য ছন্দে রয়েছেন। বুমরাই প্রত্যাবর্তনের পর থেকে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক। ৩৪টি ম্যাচে ১৫.৪৩ গড়ে মোট ৮৩টি উইকেট নিয়েছেন বুমরা। দুই বিশ্বকাপে দুরন্ত বোলিংয়ে নজর কেড়েছেন। এমনকী টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টেও তিনি মোট পাঁচ উইকেট পান। 


অশ্বিনের মতে এত বড় চোটের পর জাতীয় দলে ফিরে নিজের বলের গতি ধরে রাখতে সক্ষম হয়েছেন বুমরা। তাই নিঃসন্দেহেই তাঁর বাহবা প্রাপ্য। 'ও তো চোটের কবলে পড়েছিল। তারপরও কীভাবে ও সব থেকে ফিট ক্রিকেটার হতে পারে? লোকজন এই যুক্তিই দিচ্ছেন। তবে একটা মার্সিডিজ-বেঞ্জ এবং একটি টিপার লরির মধ্যে তো পার্থক্য রয়েছে। মার্সিডিজটা দেখেশুনে চালানো যেতে পারে। তবে টিপার লরি প্রচুর পরিমাণে ভার নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যান। ফাস্ট বোলাররাও তেমনই। ওরা ভাঙবেই। কিন্তু স্ট্রেট ফ্র্যাকচার থেকে ফিরে এসে ১৪৫ কিমি প্রতি ঘণ্টায় বল করছে ও। ওর সেইজন্য বাহবা অবশ্যই প্রাপ্র্য। ' বলেন তারকা ভারতীয় ক্রিকেটার।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ভারত-অস্ট্রেলিয়া সিরিজ় ঘিরে তুমুল আগ্রহ, রেকর্ড টিকিট বিক্রির ঘোষণা ক্রিকেট অস্ট্রেলিয়ার