চট্টগ্রাম: বাংলাদেশের বিরুদ্ধে যথাক্রমে এক উইকেট ও পাঁচ রানে প্রথম দুই ওয়ান ডে ম্যাচ হেরে, ইতিমধ্যেই তিন ম্যাচের সিরিজ খুইয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচ চলাকালীন বুড়ো আঙুলে চোট পান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তিনি ইতিমধ্যেই ভারতে ফিরেছেন। বিশেষজ্ঞের সঙ্গে দেখাও করেছেন। তাই তৃতীয় ম্য়াচে (IND vs BAN 3rd ODI) তাঁর খেলা হচ্ছে না। রোহিত ছাড়া ভারতীয় দল কেমন পারফর্ম করেন, সেইদিকে সকলের আলাদা নজর থাকবে। টিম ইন্ডিয়াকে লজ্জার হোয়াইটওয়াশ এড়ানোর জন্য এই ম্যাচ জিততেই হবে।


কোথায় ম্যাচ?


চট্টগ্রামের জহুর আমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি আয়োজিত হবে।


ম্যাচ শুরু ক'টায় ?





ম্যাচ শুরু বেলা ১১.৩০টায়, টস হবে তার আধ ঘণ্টা আগে, অর্থাৎ ১১টায়।


কোথায় দেখা যাবে খেলা?


ম্যাচের সরাসরি সম্প্রচার সোনি স্পোর্টস নেটওয়ার্কে হবে। পাশাপাশি অনলাইনে সোনি লিভ অ্যাপেও এই ম্যাচের সম্প্রচার দেখা যাবে।


আপাত অর্থে এই ম্য়াচের তেমন বিশেষ কোনও তাৎপর্য না থাকলেও, ওয়াশিংটন সুন্দরের (Washington Sundar) মতামত কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এখন থেকেই বিশ্বকাপের কথা মাথায় রেখে প্রতিটি সুযোগ কাজে লাগানোর লক্ষ্যে ভারতীয় অলরাউন্ডার।


এক নজর বিশ্বকাপে


তৃতীয় ওয়ান ডে ম্য়াচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে সুন্দর বলেন, 'প্রতিটি ম্যাচই একটা নতুন সুযোগ। আমরা পরের ১০ মাসে  খুব বেশি ম্য়াচ খেলব না। তাই প্রত্যেকটা ম্যাচকেই আমাদের কাজে লাগাতে হবে। যে কোনও পরিবেশ ও পরিস্থিতিতে ভাল ক্রিকেট খেলাটাই আমাদের প্রথম লক্ষ্য, সে ম্য়াচ যাদের বিরুদ্ধেই হোক না কেন। প্রতিটি ম্য়াচেই আমরা একটু একটু করে নিজেদের ভুলত্রুটিগুলি শুধরে নিয়ে নিজেদের উন্নতি করার লক্ষ্যেই মাঠে নামব।'


তিনি আরও বলেন, 'আমরা শেষ ম্যাচে নিজেদের সেরা ক্রিকেটটা খেলে ম্যাচটা জিততে চাই। নির্দিষ্ট জিনিসপত্রগুলি মেনে ম্যাচ জিতে সিরিজটা ভালভাবে শেষ করতে চাই। বাংলাদেশ খুবই ভাল একটি দল। পরিসংখ্যানই ওদের হয়ে সবটা বলে দেয়। ওঁরা ঘরের মাঠে শুধু ইংল্যান্ডের বিরুদ্ধেই পরাজিত হয়েছিল। ভারতীয় উপমহাদেশে ওঁরা সবসময়ই ভাল শক্তিশালী একটি দল। বিশ্বকাপে ওঁরাও নিশ্চয়ই ভাল পারফর্ম করতে বদ্ধপরিকর হবে।' বলেন ওয়াশিংটন।


আরও পড়ুন: 'এ' দলের হয়ে অনবদ্য পারফরম্যান্সের সুবাদে ভারতীয় টেস্ট দলে ডাক পাচ্ছেন বাংলার ঈশ্বরণ?