ঢাকা: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ (IND vs BAN ODI Series) খেলতে মাঠে নেমে পড়বেন রোহিত শর্মারা (Rohit Sharma)। সামনের বছরেই ভারতে আয়োজিত হচ্ছে ৫০ ওভারের বিশ্বকাপ। এখন থেকেই ধীরে ধীরে সেই বিশ্বকাপ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। অনেকেই মনে করছেন বাংলাদেশ সিরিজ থেকেই ভারতীয় দল সেই বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করে দেবে। তবে সেই তত্ত্ব সরাসরি খারিজ করে দিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।


বিশ্বকাপে নজর নেই


ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন. 'প্রতিটি ম্যাচেরই আলাদা তাৎপর্য থাকে। বিশ্বকাপ শুরু হতে এখনও আট-নয় মাস (১০ মাস) দেরি আছে। এখন থেকেই এত আগের কথা ভাবা সম্ভব নয়। আমাদের বর্তমানে দলগতভাবে কী করা উচিত সেই দিকে নজর থাকবে। এখন থেকেই কাকে দলে সুযোগ দেওয়া হবে, কাকে না, সেইসব নিয়ে ভাবনাচিন্তা করার কোনও মানে হয় না। আমার এবং কোচ (রাহুল দ্রাবিড়) উভয়েরই কী করার প্রয়োজন সেই বিষয়ে একটা সুস্পষ্ট ধারণা আছে। বিশ্বকাপ আরও কাছে আসলে, সেইসব নিয়ে না হয় ভাবা যাবে।'


বিশ্রাম জরুরি


ভারতীয় দলের তারকাদের কয়েকটি সিরিজে বিশ্রাম দেওয়া নিয়েও অনেকেই প্রশ্ন তুলেছিলেন। সেইসব সমালোচকদের উদ্দেশ্যে রোহিত বলেন, 'পেশাদার হিসাবে আমাদের প্রতিটি ম্যাচে নিজেদের সেরাটা দেওয়া কর্তব্য। বর্তমানে প্রচুর ক্রিকেট খেলা হচ্ছে এবং সেই কারণেই আমাদের খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হয়। লোকেদের এটা বুঝতে হবে যে আমরা কোনও খেলোয়াড়ের বোঝা খানিকটা কমানোর জন্য এবং সবদিক বিচার বিবেচনা করেই তাদের বিশ্রাম দিই। ক্রিকেট তো আর থামবে না, ক্রিকেট চলবেই। তাই আমাদের মাঝে মাঝে খেলোয়াড়দের বিশ্রাম দেওয়াটাও জরুরি।'


শামির চোট


চোটের কারণে গোটা সিরিজ থেকেই ছিটকে গেলেন ভারতীয় তারকা ফাস্ট বোলার মহম্মদ শামি (Mohammed Shami)। তাঁর বদলে জাতীয় দলে সুযোগ পেলেন উমরন মালিক (Umran Malik)।


শনিবার ভারতীয় বোর্ডের তরফে শামির সিরিজ থেকে ছিটকে যাওয়ার বিষয়ে জানানো হয়। এক বিবৃতিতে বিসিসিআইয়ের তরফে বলা হয়, 'বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের আগে অনুশীলনে ফাস্ট বোলার মহম্মদ শামি কাঁধে চোট পেয়েছেন। ওঁ বর্তমানে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে টিম ইন্ডিয়ার মেডিক্য়াল দলের তত্ত্বাবধানে রয়েছেন এবং আসন্ন সিরিজে খেলতে পারবে না। সর্বভারতীয় নির্বাচক কমিটির তরফে উমরন মালিককে মহম্মদ শামির পরিবর্তে জাতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে।'


আরও পড়ুন: আহত তামিম, ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন দাস