কলকাতা: পাকিস্তানের মাটিতে ইতিহাস রচনা করেছে বাংলাদেশ (PAK vs BAN)। শান মাসুদ-বাবর আজমদের দেশে গিয়ে প্রথমবার টেস্ট সিরিজ জিতেছেন নাজমুল হোসেন শান্ত, শাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা। বাংলাদেশের পরের লড়াই ভারতের সঙ্গে (IND vs BAN), ভারতের মাটিতে। টিম ইন্ডিয়ার (Team India) বিরুদ্ধে দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। চেন্নাইয়ে প্রথম টেস্টের আর এক সপ্তাহও বাকি নেই।


ভারতের বিরুদ্ধেও কি চমক দিতে পারে বাংলাদেশ? শনিবার ধনধান্য অডিটোরিয়ামে সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন জাতীয় দলের কিংবদন্তি অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। প্রশ্ন শুনে সৌরভ বললেন, 'সম্মান দিয়েই বলছি, ভারত ও পাকিস্তান এক নয়। ভারতের মাটিতে ভারতকে হারানো খুব কঠিন। ভারত বাইরেও জেতে।'


তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট থাকাকালীন কোচ হিসাবে এনেছিলেন রাহুল দ্রাবিড়কে। টি-২০ বিশ্বকাপ জেতার পর জাতীয় দলের দায়িত্ব ছেড়েছেন দ্রাবিড়। তিনি আর নতুন করে আবেদন করেননি। তাঁর পর ভারতীয় দলের কোচ করা হয়েছে গৌতম গম্ভীরকে। কোচ গম্ভীরকে কেমন দেখছেন? সৌরভ তাড়াহুড়ো করে মূল্যায়নে বসে যেতে নারাজ। বলছেন, 'গম্ভীর কোচ হিসাবে সবে শুরু করল তো। আরও সময় দরকার ওর।' কোনও পরামর্শ দেবেন গৌতিকে? সৌরভ হেসে বলছেন, 'আমার কোনও পরামর্শ নেই।'


বছরের শেষে রয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। অস্ট্রেলিয়া দশ বছর বর্ডার-গাওস্কর ট্রফি জেতেনি। পরপর দুবার অজিভূম থেকে টেস্ট সিরিজ জিতে ফিরেছে ভারত। যদিও এবার অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটারদের অনেকে দাবি করছেন, চাকা ঘুরবে। এবার সিরিজ জিতবে অস্ট্রেলিয়া। সৌরভ অবশ্য ভারতকে এগিয়ে রাখছেন। শর্ত শুধু একটাই। ভাল ব্যাটিং করতে হবে রোহিত শর্মা, বিরাট কোহলিদের। সৌরভ বলছেন, 'ভারত যে কোনও দলকে হারাতে পারে। আমি আগেও বলেছিলাম, ফের বলছি। ভারত যদি ভাল ব্যাট করে, অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে। কারণ ভারতের এমন বোলিং আছে যারা ২০টি উইকেট নিতে পারে।'


ইদানীং স্পিনারদের বিরুদ্ধে সমস্যায় পড়ছে ভারতের ব্যাটিং। বাংলাদেশের শক্তিশালী স্পিন আক্রমণ কি বিপাকে ফেলবে টিম ইন্ডিয়াকে? বিশেষ করে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে প্রথম টেস্টে, যেখানে বল বনবন করে ঘোরে? সৌরভ বলছেন, 'আমি জানি না উইকেট কেমন হবে। তবে চেন্নাইয়ে বল ঘুরবেই। কোনদিন থেকে বল ঘুরবে সেটা গুরুত্বপূর্ণ। ভারত কিন্তু ইদানীং ভাল উইকেটে টেস্ট ক্রিকেট খেলছে। বাংলাদেশের স্পিনারদের খেলতেও অসুবিধা হবে না।'


আরও পড়ুন: পুরুষ-নারী বিভেদ দূর হোক, মহিলাদের উন্নয়নে বিশেষ উদ্যোগ মহম্মদ শামির