মুম্বই: বয়স যত বাড়ছে, ততই যেন তাঁর ব্যাটে ধার বাড়ছে। কিছুদিন আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) জিতেছেন ভারত অধিনায়ক হিসেবে। আটত্রিশ পেরিয়েও রোহিত শর্মা (Rohit Sharma) এখনও প্রতিপক্ষ দলের বোলারদের সামনে আতঙ্কের আরও এক নাম। বিশ্ব ক্রিকেটের একমাত্র ব্যাটার যিনি ওয়ান ডে ফর্ম্য়াটে তিনটি দ্বিশতরান হাঁকিয়েছেন। সামনেই বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্য়াচের টেস্ট সিরিজ। সেই সিরিজেই নতুন রেকর্ডের হাতছানি হিটম্য়ানের সামনে। 


এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৪৮টি সেঞ্চুরি হাঁকিয়েছেন রোহিত শর্মা। ভারত অধিনায়ক যদিও আসন্ন দু টেস্টের সিরিজে আর দুটো সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেন, তবেই আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির অর্ধশতরান পূরণ করেন ফেলবেন হিটম্য়ান। সেক্ষেত্রে তৃতীয় ভারতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০ সেঞ্চুরির মালিক হবেন রোহিত। তাঁর আগে সচিন তেন্ডুলকর ১০০ ও বিরাট কোহলি ৮০টি সেঞ্চুরি হাঁকিয়ে প্রথম দুটো স্থান দখল করে বসে আছেন। রোহিতের মতই রাহুল দ্রাবিড়ও আন্তর্জাতিক ক্রিকেটে ৪৮টি শতরান হাঁকিয়েছেন। আশা করা যায় আসন্ন টেস্ট সিরিজেই ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচকে টেক্কা দিয়ে দেবেন মুম্বইকর।


ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা আপাতত নিজের শহর মুম্বইয়ে। ৪৩ দিনের লম্বা বিরতি রয়েছে ভারতীয় দলের। সেই সুযোগে পরিবারের সঙ্গে খানিকটা সময় কাটাচ্ছেন রোহিত। এর ফাঁকেই দিনকয়েক আগে, ২১ অগাস্ট, বুধবার এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুম্বইয়ে উপস্থিত হয়েছিলেন রোহিত শর্মা। মুম্বইয়ে আয়োজিত সেই অনুষ্ঠানে তাঁর স্ত্রী রীতিকাও ভারতীয় অধিনায়ক রোহিতের সঙ্গে উপস্থিত হয়েছিলেন। সম্ভবত সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানেরই এক ভিডিও ভাইরাল হয়েছে, যার পর থেকেই রোহিত-রীতিকার দ্বিতীয় সন্তান জন্মগ্রহণ নিয়ে চর্চা শুরু হয়েছে।


ভিডিওটিতে রীতিকাকে দেখে অনেকেই মনে করছেন তিনি অন্তঃসত্ত্বা। অন্তত সোশ্যাল মিডিয়ার গুঞ্জন অনুযায়ী রীতিকার স্ফীতোদর স্পষ্ট বোঝা যাচ্ছে। রীতিকা ও রোহিত ২০১৮ সালের ৩০ ডিসেম্বর প্রথমবার সন্তানের বাবা, মা হন। সামাইরা নামে এক ফুটফুটে মেয়ে রয়েছে দুইজনের। এবার সামাইরার ভাই বা বোন আসতে চলেছে বলেই কানাঘুষো শোনা যাচ্ছে। তবে এবিপি লাইভ এই খবরের সত্য, মিথ্যা যাচাই করেনি। গোটা বিষয়টাই সোশ্যাল মিডিয়ায় জল্পনার পর্যায়ে।


আরও পড়ুন: 'কোনওদিন স্কুলেও শাস্তি পাইনি', কফি উইথ কর্ণ শো নিয়ে ভয়ঙ্কর স্মৃতিচারণা রাহুলের