আমদাবাদে: নিয়মরক্ষার তৃতীয় ম্যাচেও (IND vs ENG 3rd ODI) ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের ব্যাটিং দৌরাত্ম্য অব্যাহত। শুভমন গিলের (Shubman Gill) শতরান ও শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) এবং বিরাট কোহলির (Virat Kohli) দুরন্ত অর্ধশতরানের ভর করে ভারত ৩৫৬ রান তুলল। ইংল্যান্ডের হয়ে আদিল রশিদ বল হাতে চার চারটি উইকেট নিয়ে নজর কাড়লেন।
এদিন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় দলের শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ ছিল। সেই ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। মহম্মদ শামিসহ মোট তিনটে বদল ঘটিয়ে মাঠে নেমেছিল ভারতীয় দল। প্রথমে ব্যাটে নেমে গত ম্যাচে সেঞ্চুরি হাঁকানো রোহিত শর্মা অবশ্য এদিন রান পাননি। মাত্র এক রানেই সাজঘরে ফেরেন তিনি। তবে সহ-অধিনায়ক গিল কিন্তু নিজের মনসংযোগ ভঙ্গ করেননি। একদিকে 'কিং কোহলি' ও অপরদিকে 'প্রিন্স গিল'-র ব্যাটিং আমদাবাদের তপ্ত গরমে সমর্থকদের স্বস্তি দেয়। ৫১ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন গিল। কোহলির সঙ্গে পার্টনারশিপ গড়েন তিনি। দুইজনে সেঞ্চুরি রানের পার্টনারশিপ গড়েন।
গোটা সিরিজ় জুড়েই অনবদ্য ফর্মে দেখিয়েছে শুভমন গিলকে। তবে প্রথম দুই ম্য়াচে অর্ধশতরানের গণ্ডি পার করেও সেঞ্চুরি পর্যন্ত পৌঁছতে পারেননি তিনি। কিন্তু আমদাবাদে সেই সুযোগ হাতছাড়া করলেন না তিনি। হাঁকালেন দুরন্ত সেঞ্চুরি। প্রথম ব্যাটার হিসাবে তিনি এদিন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তিন ফর্ম্যাটেই সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্ব গড়লেন। তবে বিরাট কোহলির ব্যাট থেকে শতরান এল না। কিন্তু তাঁর ৫২ রানের ইনিংসে ছিল ছন্দে ফেরার পূর্বাভাস। কোহলি আউট হলে ব্যাটে নেমে শ্রেয়স আইয়ার ইনিংসের রানের গতি কম হতে দেননি।
গিল-কোহলির পর গিল-শ্রেয়সও সেঞ্চুরি পার্টনারশিপ গড়েন। কিন্তু উভয়েই মাইলফলক পার করে আর বেশিদূর এগোতে পারেননি। দুইজনেই আদিল রশিদের শিকার হন। গিল ১১২ রানে ফেরেন। শ্রেয়স ফেরেন ৭৮ রানে। এদিন আর অক্ষর পটেলকে ইনিংসে আগে নামতে দেখা যায়নি। পাঁচে নামেন কেএল রাহুলই। তিনিও ৪০ রানের ইনিংসে শেষবেলায় প্রভাবিত করেন। হার্দিক পাণ্ড্য অবশ্য শুরুটা ভাল করেও ১৭ রানের বেশি করতে পারেননি। এক্ষেত্রেও উইকেটশিকারির নাম আদিল রশিদ।
শেষবেলায় ইংল্যান্ড বোলাররা রানের গতি কিছুটা কমাতে সক্ষম হন। উইকেটও পড়ে। তাই একসময় ৪০০ রানের কাছাকাছি পৌঁছবে বলে মনে হলেও ৩৫৬ রানেই শেষ হয় ভারতের ইনিংস।
আরও পড়ুন: জাতীয় অ্যাকাডেমি থেকে ফিট সার্টিফিকেট পেয়েও চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ বুমরা?