রাজকোট: সেই ২০২৩ সালের দুঃস্বপ্নের বিশ্বকাপ ফাইনাল। সেই শেষবার তাঁকে জাতীয় দলের জার্সি গায়ে দেখা গিয়েছিল। তারপর ১৪ মাসের দীর্ঘ অপেক্ষা। অবশেষে আবারও ভারতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে ২২ গজে নামতে চলেছেন মহম্মদ শামি (Mohammed Shami)। রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে (IND vs ENG 3rd T20I) ভারতীয় একাদশে শামিকে সুযোগ দেওয়া হয়েছে।
এই সিরিজ়ের প্রথম দুই ম্যাচে খেললেনি শামি। তবে অবশেষে রাজকোটেই হচ্ছে তাঁর কাঙ্খিত প্রত্যাবর্তন। টসেই জাতীয় দলের জার্সিতে শামির প্রত্যাবর্তনের বিষয়েও জানান ভারতীয় অধিনায়ক। ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসাবে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) দাবি রাজকোটের পিচে তেমন বদল হয় না। তিনি বলেন, 'আমরা প্রথমে বল করব। পিচ বেশ ভালই দেখাচ্ছে। মনে হয় না পরবর্তীতেও তেমন কোনও বদল হবে। রাজকোটের উইকেট তো বরাবরই ভাল। আশা করছি ভাল ম্যাচ হবে।' তিনি আরও যোগ করেন, 'আমরা ভিন্ন ধরনের ক্রিকেট খেলতে চাই বটে তবে তার সঙ্গে সঙ্গে পরিস্থিতি সম্পর্কে অবগত হওয়াটাও প্রয়োজনীয়। ও (তিলক) গত ম্যাচে আমাদের ত্রাতা হয়ে এগিয়ে আসে। আমরা এই ম্যাচ থেকে এটা তিন ম্যাচের সিরিজ় হিসাবেই দেখব। সবাই ম্যাচ খেলতে প্রস্তুত। শুধু অর্শদীপকে বিশ্রাম দেওয়া হয়েছে। ওর বদলে শামি দলে ফিরেছেন।'
দলের একাধিক বড় তারকার অবসর ঘোষণা, ক্রিকেটারদের চোট-আঘাত, কোচ বদল, নেতৃত্বে নতুন মুখ - তাতেও ভারতের শাসন অক্ষুণ্ণ। সূর্যকুমার যাদবের নেতৃত্বে দল গুছিয়ে নিয়েছে ভারত। অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন ওপেনিংয়ে এত ভাল খেলছেন যে, যশস্বী জয়সওয়ালের মতো তরুণ প্রতিভাবান দলে কোথায় জায়গা পাবেন, তা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। ভয়ডরহীন ক্রিকেট খেলছে ভারত। যা অন্তত এই ফর্ম্যাটে গুরু গম্ভীরকে কিছুটা স্বস্তি দিচ্ছে। রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাডেজার অবসরের পর এই ফর্ম্যাটে ভারতের সন্ধিক্ষণ মসৃণভাবেই হয়েছে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় দিয়ে সফর শুরু করেছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। এরপর বাংলাদেশকে হারায় ভারতীয় দল। ইংল্যান্ডের বিরুদ্ধে আপাতত পাঁচ ম্যাচের সিরিজ়ে ২-০ এগিয়ে টিম ইন্ডিয়া। আজ জিতলে এই সিরিজ়ও পকেটে পুরে নেবে ভারত। ভারতীয় দল সেই লক্ষ্যে সফল হন কি না এবং এবং শামি তাতে কতটা নজর কাড়তে পারেন, আজকের ম্যাচে এই দুই বিষয়েই কিন্তু নজর থাকবে।
ম্যাচের সমস্ত লাইভ আপডেট পেতে ক্লিক করুন এখানে...
আরও পড়ুন: মাত্রাতিরিক্ত সমালোচনা! গাওস্করের বিরুদ্ধে বোর্ডকে নালিশ রোহিত শর্মার?