রাজকোট: ম্যাচ বদলায়, মাঠ বদলায়, তবুও বদলায় স্পিন-জুজু। ফের একবার ভারতীয় স্পিনারদের জালে ফেঁসে গেলেন ইংল্যান্ডের ব্যাটাররা। রাজকোটে ইংল্য়ান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতেই (IND vs ENG 3rd T20I) ভারতীয় স্পিনাররাই নিলেন সাতটি উইকেট। বরুণ চক্রবর্তীর (Varun Chakravarthy) পাঁচ উইকেটে ২০ ওভারে ১৭১ রান তুলল ইংল্যান্ড।


এই ম্যাচে সকলেরই নজর ছিল একজনের ১৪ মাস পরে প্রত্যাবর্তন ঘটানো মহম্মদ শামির দিকে। ম্যাচে ভারতীয় একাদশে একটাই বদল ঘটানো হয়। অর্শদীপের বদলে একাদশে ফেরেন মহম্মদ শামি। ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। নিজের সিদ্ধান্তের স্বপক্ষে তিনি বলেন, 'আমরা প্রথমে বল করব। পিচ বেশ ভালই দেখাচ্ছে। মনে হয় না পরবর্তীতেও তেমন কোনও বদল হবে। রাজকোটের উইকেট তো বরাবরই ভাল। আশা করছি ভাল ম্যাচ হবে।' 


 






অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণিত করতে বেশি সময় নেননি হার্দিক পাণ্ড্য। ম্যাচের দ্বিতীয় ওভারেই তিনি ফিল সল্টকে ফেরান। তবে বেন ডাকেট ও  জস বাটলারের দৌরাত্ম্যে পাওয়ার প্লেতেই ৫২ রান তুলে ফেলে ইংল্যান্ড। দুইজনের অর্ধশতরানের পার্টনারশিপ ভাঙেন বরুণ চক্রবর্তীই। ২৪ রানে ফেরান বাটলারকে। এরপর ভারতীয় স্পিনাররা ইংল্যান্ডের ওপর জাঁকিয়ে বসেন। পরের ওভারেই অর্ধশতরান হাঁকানো বেন ডাকেটকে ফেরান অক্ষর পটেল।


হ্যারি ব্রুক, জেইমি স্মিথ, জেইমি ওভারটনরা কেউই নজর কাড়তে পারেননি। ইংল্যান্ডের ইনিংসের হাল ধরেন লিয়াম লিভিংস্টোন। তাঁর ২৪ বলে বিধ্বংসী ৪৩ রানের ইনিংসেই ইংল্যান্ড লড়াইয়ে ফেরে। শেষমেশ তাঁকে সাজঘরে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেটটি নেন হার্দিক পাণ্ড্য। ১৪৭ রানে নবম উইকেটটি হারায় ইংল্যান্ড। এমন পরিস্থিতিতে ভারতীয় দল আশা করছিল ইংল্যান্ডকে ১৫৫ থেকে ১৬০ রানের মধ্যে বেঁধে রাখবে। তবে শেষ উইকেটে জোফ্রা আর্চার ও আদিল রশিদ লড়াকু ইনিংস খেলে ইংল্যান্ডকে বেশ ভাল জায়গাতেই পৌঁছে যায়। স্পিন সহায়ক পিচে ভারতীয় ব্যাটাররা কেমন ব্যাট করেন, এবার সেটাই দেখার। 


ম্যাচের সমস্ত লাইভ আপডেট পেতে ক্লিক করুন এখানে...


আরও পড়ুন: মাত্রাতিরিক্ত সমালোচনা! গাওস্করের বিরুদ্ধে বোর্ডকে নালিশ রোহিত শর্মার?